আরও পড়ুন: এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন ডিসেম্বরেই! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট
এইদিন ভোর সাড়ে পাঁচটায় গৌরপ্রাঙ্গনে বৈতালিক, ছ’টায় শান্তিনিকেতন গৃহে সানাই, সাড়ে সাতটায় ছাতিমতলায় বিশেষ ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে চিরাচরিত রীতি মেনেই পালিত হয় পৌষউৎসব। এ বছর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পৌষমেলা। মেলা প্রাঙ্গণে সেজে উঠেছে হস্তশিল্পী কুটিরশিল্পী সহ ব্যবসায়ীদের প্রায় ১৮০০-র বেশি স্টল।
advertisement
বিনোদন মঞ্চে পল্লিগীতি, বাউল, ফকিরি, কবিগান, কীর্তন, লোকগীতি ও যাত্রানুষ্ঠানের আসর বসবে। এছাড়াও ছৌনৃত্য, কাঠিনৃত্য, রণপা নৃত্য-সহ আদিবাসী সংস্কৃতির নানা পরিবেশনা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। কলাভবনের পড়ুয়া ও অধ্যাপকেরা আলপনার মাধ্যমে ছাতিমতলা প্রাঙ্গণকে সাজিয়ে তুলেছেন। এ বছর পূর্বপল্লী মেলার মাঠে সাংস্কৃতিক মঞ্চ আরও বড় করে তৈরি হওয়ায় খুশি, বাউল ও ফকির শিল্পীরা।
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর থেকেই আবহাওয়ার চমক! তাপমাত্রার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর
প্রসঙ্গত রবিবার সকাল থেকেই বোলপুর শান্তিনিকেতন জুড়ে পর্যটকদের ঢল নামে। বোলপুরে প্রায় ৯০% হোটেল এবং রিসোর্ট বুকিং হয়ে গিয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মোট ছয় দিনে প্রায় ৮ থেকে ১০ লক্ষ পর্যটক আসতে পারেন বলে আশাবাদী প্রশাসন। এর পাশাপাশি ফি বছর মেলাকে পরিবেশবান্ধব করে তুলতে প্লাস্টিক বর্জন কর্মসূচি নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।
বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানান, জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩৫০টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। থাকছে এন্টি-ক্রাইম টিম, অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশের বিশেষ নজরদারি। সব মিলিয়ে প্রায় দু’হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও মেলার চূড়ান্ত নকশা ও কিউআর কোড চালু করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকেরা অনলাইনে নির্দেশিকা দেখতে পারবেন এর পাশাপাশি পর্যটকেরা যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন।
