অভিযোগ, ২০১৯ সালে আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে কয়েক জনের কাছ থেকে ৫৩ লক্ষ টাকা নিয়েছিল স্বরূপনগর চারঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী নিখিল রঞ্জন বিশ্বাস। চাকরি দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও চাকরি দিতে পারেননি তিনি। ফলে চাকরিপ্রার্থীরা টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করায় অবশেষে প্রধান বাসন্তী বিশ্বাস ও তার স্বামী নিখিল রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে এই ঘটনায় সিবিআই দফতরে অভিযোগ জানিয়েছিলেন মোঃ মাজহার আলী ও নুরজামান নামে চাকরি প্রার্থীরা।
advertisement
আরও পড়ুন: রাজ্য জুড়ে একের পর এক মৃত্যু, বিরাট ঘটনা ঘটে গেল বর্ধমানে! অভিযানে পুলিশ
টাকা নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় পর অবশেষে প্রধানের স্বামীর সম্পত্তির কিছু অংশ মোহাম্মদ মাজাহারের নামে লিখে দিয়েছিলেন নিখিল রঞ্জন বিশ্বাস। এখনও অনেক টাকা বাকি আছে। সেই টাকা না দিলে আরও সম্পত্তির দখল নেওয়া হবে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা। চাকরির জন্য টাকা দেওয়া মোহাম্মদ মজাহার আলী বুধবার সকাল থেকেই চারঘাট পঞ্চায়েতের প্রধান নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়ির যে অংশটুকু লিখে দিয়েছিলেন, আইনি পরামর্শ নিয়ে ক্যামেরা লাগিয়ে রাজমিস্ত্রি লাগিয়ে ইট গেঁথে দখল নিলেন মোহাম্মদ মাজাহার আলী।
আরও পড়ুন: বৃদ্ধার বুকে গামছা জড়ানো দেখেই সন্দেহ, জিনজিরা বাজার জোড়া খুনে হাড়হিম তথ্য
আর এই ঘটনাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা বৃন্দাবন সরকার বলেন, গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, অবিলম্বে তাদের শাস্তি হওয়া দরকার। অন্যদিকে বিপরীত সুর চারঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর বারি সরদারের গলায়। তিনি বলেন, নিখিল রঞ্জন বিশ্বাস তৃণমূলের সদস্য নয়, এটা ব্যক্তিগত পারিবারিক বিষয়। এই ঘটনা আমরা আশা করিনি। আমরা স্তম্ভিত, দল দ্রুত ব্যবস্থা নেবে।