TRENDING:

Scam in West Bengal: নন্দকুমারের পর মহিষাদল, রাত বাড়লেই এ কী চলছে! পুলিশের হানা, ধরা পড়ে গেল বড় দুর্নীতি

Last Updated:

Scam in West Bengal: গরীবদের জন্য বরাদ্দ রেশনে আসা সরকারি টন টন আটার মোড়ক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময়ই অভিযান চালিয়ে আটা উদ্ধার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: নন্দকুমারের পর মহিষাদল। সামনে এলো রেশন দুর্নীতির অবৈধ কারবারের রমরমার ছবি। সামনে এসেছে রেশনের আটার মোড়ক পাল্টে খোলা বাজারে বিক্রির অভিযোগ। মহিষাদলে অবৈধ রেশন কারবারির গোডাউনে হানা, তিন ট্রাক বোঝাই সরকারি আটা সিজ করেছে পুলিশ। প্রায় ২২০০ বস্তা, ৪০ টন রেশনের আটা উদ্ধার করেছে মহিষাদল থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ কী চলছে!
এ কী চলছে!
advertisement

গরীবদের জন্য বরাদ্দ রেশনে আসা সরকারি টন টন আটার মোড়ক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময়ই অভিযান চালিয়ে আটা উদ্ধার করেছে পুলিশ। সব আটাই বাজেয়াপ্ত করেছে পুলিশ ও প্রশাসন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মাশুড়িয়ায়। খাদ্য দফতর, ডি এ বি এবং স্থানীয় মহিষাদল থানার পুলিশ অভিযান চালিয়ে মাশুড়িয়ার অবৈধ গোডাউন থেকে তিন ট্রাক বোঝাই প্রায় ৪০ টন আটা বাজেয়াপ্ত করেছে।

advertisement

আরও পড়ুন: ট্রান্সফারের বিরোধিতা করে হাইকোর্টে দেবাশিস-আসফাকুল্লা, দাবি-কাউন্সিলিংয়ের নিয়ম মানা হয়নি!

সরকারি আটা অবৈধভাবে মজুত এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় খাদ্য দফতর ও পুলিশ প্রশাসন। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ রেশন কারবারের বিরুদ্ধে অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam in West Bengal: নন্দকুমারের পর মহিষাদল, রাত বাড়লেই এ কী চলছে! পুলিশের হানা, ধরা পড়ে গেল বড় দুর্নীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল