গরীবদের জন্য বরাদ্দ রেশনে আসা সরকারি টন টন আটার মোড়ক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময়ই অভিযান চালিয়ে আটা উদ্ধার করেছে পুলিশ। সব আটাই বাজেয়াপ্ত করেছে পুলিশ ও প্রশাসন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মাশুড়িয়ায়। খাদ্য দফতর, ডি এ বি এবং স্থানীয় মহিষাদল থানার পুলিশ অভিযান চালিয়ে মাশুড়িয়ার অবৈধ গোডাউন থেকে তিন ট্রাক বোঝাই প্রায় ৪০ টন আটা বাজেয়াপ্ত করেছে।
advertisement
আরও পড়ুন: ট্রান্সফারের বিরোধিতা করে হাইকোর্টে দেবাশিস-আসফাকুল্লা, দাবি-কাউন্সিলিংয়ের নিয়ম মানা হয়নি!
সরকারি আটা অবৈধভাবে মজুত এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল বলে গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় খাদ্য দফতর ও পুলিশ প্রশাসন। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধ রেশন কারবারের বিরুদ্ধে অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 1:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam in West Bengal: নন্দকুমারের পর মহিষাদল, রাত বাড়লেই এ কী চলছে! পুলিশের হানা, ধরা পড়ে গেল বড় দুর্নীতি