রঘুনাথগঞ্জের পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ২০২২সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন নিতাই সাহা। তাকে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেন বলেই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। গত শুক্রবার পিয়ারপুরে জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে হানা দেয় সিবিআই। উদ্ধার করে ল্যাপটপ ও প্রিন্টার মেশিন। অন্যদিকে, সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ে দুটি তালা দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
advertisement
আরও পড়ুন: মুহূর্তে ফাঁকা বীরভূমের রাস্তাঘাট, কারণ জানলে ভয় পাবেন আপনিও! এ কী দিন এল!
জানা গিয়েছে, স্কুল বন্ধ থাকলে এতদিন মূল গেটে যে তালা দেওয়া থাকত, তার চাবি স্কুলের প্রত্যেক শিক্ষকের কাছেই ছিল৷ কিন্তু সিবিআই জীবনকৃষ্ণকে গ্রেফতারের পরই স্কুলের প্রধান শিক্ষক গ্রামবাসীদের উপস্থিতিতে আরও একটি তালা স্কুলের গেটে ঝুলিয়ে দেন৷ প্রধান শিক্ষকের দাবি, যাতে অবাঞ্ছিত কেও স্কুলে প্রবেশ করে কোনও জরুরি নথিপত্র সরাতে না পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছেন তিনি৷
আরও পড়ুন: পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট? বিরাট সিদ্ধান্ত CPIM-এর! জেলায় জেলায় গেল নির্দেশ
নিতাই সাহা সহ বেশ কয়েকজন নতুন শিক্ষক ওই স্কুলে সম্প্রতি যোগদান করেছেন৷ তাঁদের যোগদান সংক্রান্ত নথিও স্কুলেই রয়েছে৷ সেই সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও চাইতে পারে বলেই আগাম সতর্কতা অবলম্বন করেছেন প্রধান শিক্ষক৷ অতিরিক্ত গরমের জন্য এমনিতেই সোমবার থেকে টানা সাতদিন স্কুল বন্ধ থাকবে৷ তাই কোনও ঝুঁকি নিতে রাজি হননি প্রধান শিক্ষক৷
----কৌশিক অধিকারী