টাকা ঢোকার পর চাপ দিয়ে সেগুলো তুলেও নেওয়া হয়েছে। এ নিয়ে ডিএমকে লিখিতভাবে জানিয়েও কোনও তদন্ত হয়নি। বিস্ফোরক বক্তব্য প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাসতালুক হাবড়ার এক তৃণমূল নেতার। জাকির হোসেন নামে ওই তৃণমূল নেতা হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি (তৃণমূলের)। তিনি জানান, তিনি নিজে ডিএম অফিসে এ বিষয়ে অভিযোগ করার পাশাপাশি কৃষকরাও বারাসাতে খাদ্য বিভাগের অফিসে লিখিতভাবে জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতিতে বড় আপডেট, হাইকোর্টে ফিরল সব মামলা! ২ মাসেই তদন্ত শেষের নির্দেশ
ফেসবুকেও তাঁর ক্ষোভের কথা পোস্ট করেছেন তৃণমূল নেতা জাকির। কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে কৃষকদের কাছ থেকে জমির পরচা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাস বইয়ের জেরক্স সহ বেশ কিছু ডকুমেন্ট নিয়েছিল এলাকারই বাসিন্দা রুহুল আমিন বৈদ্য নামে এক ব্যক্তি। তারাই পরে দলবল নিয়ে এসে টাকা নিয়ে যায় বলে জানান হাবড়ার মারাকপুর এলাকার কৃষকরা।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমি ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত…’ ইডি অফিস থেকে বেরিয়ে সরব অভিষেক
অভিযুক্ত সারের দোকানের মালিক রুহুল আমিন বৈদ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, টাকা পয়সা বা কিষাণ ক্রেডিট কার্ড করার বিষয়ে তাঁর কোন হাত নেই। তবে তিনি তৃণমূল করেন, এ কথা স্বীকার করেছেন। চাষিরা যেখানে রুহুল আমিনের কথা বলছে, সেখানে তিনি সমস্ত বিষয় অস্বীকার করে কাদের আড়াল করতে চাইছেন? এত বড় দুর্নীতি তাঁর একার দ্বারা কি সম্ভব? সেটাই এখন বড় প্রশ্ন।