পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নোত্তরে পার্থ ভৌমিক পঞ্চায়েত ভোটের আগে চিরকুটের তালিকা সামনে আসবে বলে দাবি করেন। এদিন তিনি স্বীকার করে নিয়েছেন নিয়োগে দুর্নীতি হয়েছে। তবে সেই দুর্নীতি সঙ্গে তৃণমূল জড়িত নয়। একটা চক্র নিজেদের স্বার্থে এই কাজ করেছেন। তাদের দায় দল নেবে না। আদালত যা শাস্তি দেবে, দল সেটা মেনে নেবে।
advertisement
আরও পড়ুন: দমকা হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি, জেলায় জেলায় দ্রুত বদলাবে আবহাওয়া! বিরাট আপডেট
পার্থর এই মন্তব্যে সিপিআইএম-এর বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত সিপিএমের বিরুদ্ধে কোনও দুর্নীতি প্রমাণ করতে পারেননি। আমরাও চাই তালিকা সামনে আসুক। কিন্তু ওরা কোনওদিন পারবে না।''
আরও পড়ুন: ফের সেই সাগরদিঘি, ফের হারল তৃণমূল! বিপুল ভোট জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থী!
এ বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, ''তৃণমূল যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়, তাহলে তৃণমূলের যে নেতারা ধরা পড়েছেন তারা কারা? ওদের কথা মানুষ আর শুনছে না।''