এ বিষয়ে বাসে থাকা যাত্রী অর্চিতা পাঠক বলেন , তিনি সকাল ১১ টায় এই বাসে উঠেছিলেন কলকাতা থেকে। বাসটি মোটামুটি ঠিকঠাক ভাবেই চলছিল। মাঝেমধ্যে প্রবল গতিতে চালানো হচ্ছিল বাসটিকে। রঘুনাথপুরে কিছুক্ষণ দাঁড়ানোর পর বাসটি যখন পুরুলিয়ার দিকে এগোতে থাকে হঠাৎই বাসটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। তারপরেই এলোপাথাড়ি ইঁট এসে পড়ে তাদের ওপর। বাসে থাকা যাত্রীরা অনেকটাই আহত হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনিও কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন।
advertisement
আরও পড়ুন: হাতের লেখা সুন্দর করতে চান? বাচ্চা হোক বা বয়স্ক এই নিয়ম মানলেই লেখা হবে মুক্তোর মতো! জানুন
এই দিন আহতদের অবস্থা দেখতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান এসডিও বিবেক পঙ্কজ , এসডিপিও রহিত শেখ সহ বহু সরকারি আধিকারিক ও স্থানীয় নেতৃত্বরা। প্রতিদিন বহু মানুষ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের উপর নির্ভর করে নিত্য যাতায়াত করে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় চলে এই বাস গুলি। এইদিনও কলকাতা থেকে পুরুলিয়া যাত্রী নিয়ে যাচ্ছিল এসবিএসটিসি বাসটি। দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীসহ স্থানীয় এলাকার মানুষের মধ্যে।
শর্মিষ্ঠা ব্যানার্জি