এসআইআরে নাম বাদ গেলে বিজেপির নেতা-কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। SIR নিয়ে ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘এলাকার কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে সেই এলাকার বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করবেন।’
আরও পড়ুন: ৭ লক্ষণ: বলে দিতে পারে শরীরে ক্যালশিয়ামের অভাব হচ্ছে কি না, বড় বিপদে পড়ার আগে জানুন
advertisement
নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ঘোষণা করেন, ‘SIR-এ যদি আপনার এলাকার কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আপনারা ওই এলাকার বিজেপির নেতা ও কর্মীদের বাড়ি ঘেরাও করুন।’
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
রবিবার বীরভূমের রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামপুরহাট পুরসভার মাঠে মুক্ত মঞ্চে এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত-সহ তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির বিভিন্ন নেতৃবর্গ ও কর্মী সমর্থকেরা।
অক্ষয় ধীবর