মৃত প্রীতমের স্ত্রী কেয়ার অভিযোগ, চাকরি পেলেন শাশুড়ি, কিন্তু আমার শিশুর ভবিষ্যতের কথা কেউ ভাবল না। অভিযোগ আরও, শাশুড়ি নাকি তাকে ঘরে প্রবেশে বাধা দিচ্ছেন, এমনকি নিজের আলমারি ব্যবহার করতেও দিচ্ছেন না। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা অনুভব করে প্রশাসনের দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কেয়া। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও জানাচ্ছেন কাতর আবেদন।
advertisement
প্রসঙ্গত, চোখ নিখোঁজ বিতর্কের জেরে উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখানোর পরই মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। তার পরিপ্রেক্ষিতেই মৃতের মা চাকরি পান। কিন্তু কেয়ার দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ভুল তথ্য পৌঁছেছিল।
তাঁর অভিযোগ- তাঁর ও তাঁর নবজাতকের কথা কেউ প্রশাসনকে জানায়নি। মুখ্যমন্ত্রীর কাছে সঠিক তথ্য পৌঁছে যাক, তারা যেন নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা পায় সেই বিষয়টি দেখুন এখন এমনই দাবি কেয়ার। ইতিমধ্যেই শাশুড়ি চাকরিতে যোগ দিয়েছেন। ১৯ দিনের শিশুকে নিয়ে চরম অসহায় অবস্থায় কাটছে এই মায়ের দিন। সদ্য স্বামী হারা এই স্ত্রী সন্তানের আদৌও কি দায়ভার নেবে শাশুড়ি এখন এটাই হয়ে উঠছে বড় প্রশ্ন।
Rudra Narayan Roy






