আরও পড়ুন: খাদির বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ, কী হল দেখুন…
রাজ্যের ১০ হাজার হাজার স্কুলে এই পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় সমস্ত স্কুলকে নেওয়া হয়নি। বাছাই করা স্কুল নিয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় শ্রেণি, হাইস্কুলগুলির ক্ষেত্রে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে।
advertisement
তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্ষেত্রে প্রথম ভাষা, গণিত ও পরিবেশ বিজ্ঞানের উপর পরীক্ষা হয়। অষ্টম ও দশম শ্রেণির ক্ষেত্রে প্রথম ভাষা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের পরীক্ষা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটি সার্কেলে ১০ টি প্রাথমিক বিদ্যালয় ও ৫ টি হাইস্কুলে এই পরীক্ষা হয়েছে। ছ’টি ভাষাতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীদের উত্তর দিতে হয় ওএমআর শিটে।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মূলত ২০২৪ সালে ন্যাশান্যাল আ্যসেসমেন্ট সার্ভে বা ন্যাস আয়োজিত হবে। তার আগে এই স্যাস পরীক্ষা আয়োজিত হল। এই ধরণের পরীক্ষা অনেকেই এই বছর প্রথমবার দিচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকায় তা সামগ্রিক শিক্ষার উন্নতিতে সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের অভিমত।
নবাব মল্লিক