TRENDING:

Nadia News: বাবা কারখানার কর্মচারী! মেয়ের আঁকা শাড়ি পাড়ি দিচ্ছে আমেরিকায়

Last Updated:

আমেরিকা প্রবাসী সুমন রায় এবং তার স্ত্রী লিপিকা মজুমদার রায় পৌলোমী দাসের আঁকা ছবি সোশ্যাল মাধ্যমে দেখে যোগাযোগ করেন তার সঙ্গে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: নেট দুনিয়ায় ভর করে গ্রিলের কারখানার কর্মচারীর মেয়ের নিজের হাতে আঁকা শাড়ি পাড়ি দিচ্ছে আমেরিকায়। বর্তমানে ডিজিটাল মাধ্যমের জেরে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ব্যক্তিও উঠে আসেন সংবাদ শিরোনামে। ভাইরাল হওয়ার পরে খুলে যায় তাদের ভাগ্য।
advertisement

তবে এক্ষেত্রে অন্য। রানাঘাট কুপার্স কুমার শটপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা পৌলমী দাস ছোটবেলা থেকেই আঁকার প্রতি ভালবাসা জন্মে গিয়েছিল তার। আঁকার প্রতি তার ভালবাসা এবং আগ্রহ দেখে তার বাবা ভর্তি করিয়ে দেন অঙ্কন প্রশিক্ষণের জন্য রানাঘাটে স্বনামধন্য চিত্রশিল্পী সঞ্জু কুন্ডুর কাছে। সেই থেকেই তার পথ চলা শুরু। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি একের পর এক অসাধারণ ছবি আঁকতে শুরু করে সে।

advertisement

শুধু খাতাতেই নয় সে ছবি আঁকতো মাটির বিভিন্ন সামগ্রীতে এবং বিভিন্ন সৌখিন জিনিসপত্রের উপরেও। সেই সমস্ত ছবিগুলি সে তার নিজের সোশ্যাল মাধ্যমে দেওয়ার পর থেকেই অফুরন্ত ভালোবাসা পায় সে। তার হাতে আঁকা বেশকিছু শৌখিন জিনিসপত্র ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে অনলাইনে বিক্রি করেন তিনি। তবে এই অনলাইন কেনাবেচা মূলত করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয় বলে জানিয়েছে।

advertisement

আরও পড়ুন: খুব সাবধান, প্রৌঢ়রাই হচ্ছেন টার্গেট ! এক ফোনেই গায়েব লাখ লাখ টাকা

View More

তবে এবার আমেরিকা প্রবাসী সুমন রায় এবং তার স্ত্রী লিপিকা মজুমদার রায় পৌলোমী দাসের আঁকা ছবি সোশ্যাল মাধ্যমে দেখে যোগাযোগ করেন তার সঙ্গে। তাঁরা বরাত দেন, শাড়ির ওপরে পৌলমির হাতে আঁকা চিত্রের। কথাবার্তার পরে জানা যায় ওই আমেরিকা প্রবাসী দম্পতির বাড়ি রানাঘাটের স্থানীয় এলাকাতেই। আলাপচারিতার পরে কাপড়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার প্রয়োজন পড়েনি বলেই জানায় পৌলোমী।

advertisement

শাড়ির উপরে ফুটিয়ে তুলেছে সে ফ্লোরাল আর্ট। রয়েছে ফ্লোরাল আর্টের একাধিক নিদর্শন। যা দেখে অভিভূত হয়ে যাবেন যে কেউ। অত্যাধুনিক মানের এই রং শাড়ি থেকে উঠে যাবে না কখনোই বলে দাবি পৌলমীর। শাড়িটি তৈরি করে আমেরিকায় পাঠাতে সম্পূর্ণ খরচ পারিশ্রমিক সহ আনুমানিক ১০ হাজার টাকার মতো ধার্য করেছে সে।

ইতিমধ্যেই শাড়িটির অর্ডার দেওয়া সেই দম্পতি একাধিকবার ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানায় সে। বাবা প্রশান্ত দাস একজন সাধারন গ্রিল কারখানার কর্মচারী। তিনি চান তার মেয়ে ছবি আকার মাধ্যমেই স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে দাঁড়াক। আপাতত মেয়ের হাতে আঁকা শাড়ি আমেরিকায় পাড়ি দেওয়াতে খুশি তাদের গোটা পরিবার।

advertisement

অন্যদিকে, চাকদহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী পৌলমী জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে যা চাকরি-বাকরির পরিস্থিতি তাতে আগেভাগেই একটা আয়ের রাস্তা দেখে রাখা উচিত, আর তা অবশ্যই নিজ নিজ পছন্দের। এ ব্যাপারে প্রথম অনুপ্রাণিত হয়েছিল আঁকার স্যার সঞ্জু কুন্ডুকে দেখে কারণ তার তৈরি বিভিন্ন শিল্পকর্ম নেট দুনিয়ায় বিক্রি হয়, সেই শিক্ষকও এই শাড়ি আঁকার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি শুধরে দিয়েছেন।

এক্ষেত্রে হলুদ সাদা বেগুনি রানী সবুজ নানান ধরনের ফেব্রিক রং ব্যবহার করা হয়েছে যা পিওর মুর্শিদাবাদ সিল্কের উপর অত্যন্ত উজ্জল অথচ ক্ষণস্থায়ী নয়। শাড়ির মধ্যে ফ্লোরাল কুইন, গোলাপ প্রজাপতি এ ধরনের নানা বিষয় রংয়ের ছটায় আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এভাবে আরওকিছু অর্ডার পেলে পৌলমি তার ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বাণিজ্যিক ওয়ার্কশপ খুলবে বলেই ইচ্ছা প্রকাশ করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিনিকেতনে শুরু 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব', বিশিষ্ট শিল্পীদের নাচ স্বচক্ষে দেখার সুযোগ
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বাবা কারখানার কর্মচারী! মেয়ের আঁকা শাড়ি পাড়ি দিচ্ছে আমেরিকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল