পুজো কমিটির তরফে জানায় এবছর তাদের পুজো ৬৩ তম বর্ষে পদার্পন করল, এবছর তাদের পুজো মন্ডপটি তৈরি হয়েছে গুজরাতের জৈন মন্দিরের আদলে, পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক, এবছর তাদের প্রতিমাটিও তৈরি করা হয়েছে ইস্কন মায়াপুরের অষ্টশখী সহ রাধাকৃষ্ণ। পুজো কমিটির তরফে জানায় দর্শনার্থীদের জন্য আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে তাদের পুজো মন্ডপ, এছাড়াও এই ৬৩ তম বর্ষকে স্মরণীয় করতে পুজোর পাশাপাশি তারা শতাধিক নাগরিকদের মধ্যে শীতবস্ত্র ও মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচীরও আয়োজন করে।
advertisement
২০০২ সালের ভোটার তালিকা দেখবেন কীভাবে? কয়েকটি সহজ ধাপেই মিলবে নিজের নাম
তবে এ বছর বিশেষ চমক এই যে নৈহাটির বড় মায়ের পাওয়া ১০০ টি শাড়ি বিতরণ করা হবে গরিব দু:স্থদের মধ্যে। কমিটির তরফ থেকে জানানো গিয়েছে যে নৈহাটির বড় কালী পুজো ট্রাস্ট কমিটির পক্ষ থেকে যেই সমস্ত শাড়ি ভক্তরা বড়মাকে দেন সেই শাড়িগুলির মধ্যেই ১০০ টি শাড়ি এই প্রথম নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে ইয়ং ব্লাড ক্লাবের পুজোয় গরীব দুঃস্থদের দান করা হবে। নবদ্বীপের রাস উৎসবে শহরের বুকে এমন সুদৃশ্য পুজো মন্ডপ ও দেবী মূর্তী দর্শন করতে উদ্বোধনের দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা।