আরও পড়ুন: সরস্বতী পুজোতেও কার্নিভাল! জমজমাট হুগলির চুঁচুড়া
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি চকে সরস্বতী পুজো উপলক্ষে গৌড়েশ্বর নদীর তীরে আয়োজিত হয় কার্নিভাল। এই কার্নিভাল উপলক্ষে একদিকে যেমন শোভাযাত্রার আয়োজন করা হয় ঠিক তেমনই হয় আতশবাজি প্রদর্শন। আর তা দেখতেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপ অঞ্চল থেকে নৌকা করে এলাকার মানুষ সমবেত এই বিশেষ দিন উপলক্ষে। প্রতিমা দেখার পাশাপাশি গৌড়েশ্বর নদীর তীরে আতশবাজি প্রদর্শন দেখার উৎসাহও থাকে এদিন। বিশেষ করে দীর্ঘদিনের রীতি এবং মেনে এই কার্নিভাল, আতশবাজি প্রদর্শন শোভাযাত্রা সবমিলিয়ে এক করে দেয় সুন্দরবনের মানুষকে, যা তাদের কাছে যেন এক প্রকার মিলনক্ষেত্র।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
জুলফিকার মোল্লা