TRENDING:

Saraswati Puja 2024: উপেক্ষিত নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা ফুটে উঠল মণ্ডপে

Last Updated:

বুধবার ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো। বাঙালির ভালোবাসার দিন হিসেবে মনে করা হয় সরস্বতী পুজোকে। সেই সঙ্গে এবার ভ্যালেন্টাইন্স ডে'ও একই দিনে পড়ে যাওয়ায় এ যেন পড়ে পাওয়ার চোদ্দ আনা। সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দির গ্রিন ইউনিয়ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: শুধু দুর্গাপুজো বা কালীপুজো নয়, সরস্বতী পুজোতেও এবার দিকে দিকে থিমের চমক। সেই তালিকা থেকে বাদ নেই মুর্শিদাবাদ জেলা। স্বাধীনতা আন্দোলনে মহিলাদের ভুমিকা অনেক। তাই এবছর সরস্বতী পুজোর থিম বীরাঙ্গনা।
advertisement

আরও পড়ুন: এই সরস্বতী বাজেটে টেক্কা দিচ্ছে মা দুর্গা’কে!

বুধবার ভ্যালেন্টাইন্স ডে ও সরস্বতী পুজো। বাঙালির ভালোবাসার দিন হিসেবে মনে করা হয় সরস্বতী পুজোকে। সেই সঙ্গে এবার ভ্যালেন্টাইন্স ডে’ও একই দিনে পড়ে যাওয়ায় এ যেন পড়ে পাওয়ার চোদ্দ আনা। সেই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দির গ্রিন ইউনিয়ন। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন তাঁদের কথা থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপে।

advertisement

এছাড়াও যেসমস্ত স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুলি খেয়েছিল তাঁদের প্রতিচ্ছবি ধরা পড়েছে এই পুজো মণ্ডপে। ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, বেগম রকেয়া থেকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সমস্ত কিছুই স্থান পেয়েছে পুজো মণ্ডপে।

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন মহিলারাও। কিন্তু তাঁদের কথা ততটাও আলোচনা হয় না। কান্দির এই পুজো কমিটি সেই অবহেলিত স্বাধীনতা সংগ্রামীদের কথাই তাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছে। মঙ্গলবার সন্ধেয় এই সরস্বতী পুজোর উদ্বোধন করেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক। প্রদীপ প্রজ্বলন করে ও ফিতে কেটে মণ্ডপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: উপেক্ষিত নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা ফুটে উঠল মণ্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল