TRENDING:

Saraswati Puja 2024: বিয়ের ছাদনা তলায় সরস্বতী পুজো! পাত পেড়ে চেটেপুটে খেল সবাই

Last Updated:

কালনা সরস্বতী পুজোর জন্য গোটা রাজ্যে অতিপ্রসিদ্ধ। এখানকার সরস্বতী প্রতিমা দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: থরে থরে সাজানো রয়েছে নানারকমের তত্ত্ব, বাজছে সানাই। ভাবছেন নিশ্চয়ই কোন‌ও বিয়ে বাড়ির কথা বলা হচ্ছে? কিন্তু না, এটা বাগদেবীর আরাধনার মণ্ডপ! এমনই এক অদ্ভুত সরস্বতী পুজোর মণ্ডপ দেখা গেল কালনায়।
advertisement

আরও পড়ুন: ১২ বছর ধরে স্কুলের বারান্দাই ঠিকানা, অসহায় বৃদ্ধের করুণ কাহিনী চোখে জল আনবে

বুধবার সকাল থেকেই বাংলার সর্বত্র মানুষজন সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছে। সর্বত্র চলছে বিদ্যার দেবীর আরাধনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ। তবে কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, পাড়ার ক্লাব থেকে শুরু করে কমবেশি প্রতিটা বাড়িতেই হয়েছে বাগদেবীর আরাধনা। পূর্ব বর্ধমান জেলাও তার ব্যতিক্রম নয়। এই জেলার কালনা সরস্বতী পুজোর জন্য গোটা রাজ্যে অতিপ্রসিদ্ধ। এখানকার সরস্বতী প্রতিমা দেখতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন। আলোর রোশনাই, থিমের চমক থাকে গোটা শহর জুড়ে। যা দেখলে দুর্গাপুজোর আমেজ মনের মধ্যে ভেসে আসতে বাধ্য।

advertisement

এঈ কালনাতেই এবার দেখা গেল এক ভিন্ন ধারার সরস্বতী পুজো মণ্ডপ। সম্পূর্ণ বিয়ে বাড়ির আদলে তৈরি করা হয়েছে এই সরস্বতী পুজোর মণ্ডপটি। যা এক ঝলক দেখলে বিয়ে বাড়ি বলে ভুল হবে সবারই। কালনা শহরের এই সরস্বতী পুজোর মণ্ডপ জুড়ে বেজেই চলেছে সানাইয়ের সুর। শুধু তাই নয়, মণ্ডপের মধ্যে রয়েছে বিয়ে বাড়ির অতিথি আপ্যায়নের ঢঙে চেয়ার-টেবিলের ব্যবস্থা। রয়েছে তত্ত্ব থেকে শুরু করে বিয়ের ছাদনা তলাও। সব মিলিয়ে একেবারে বিয়ে বাড়ির আমেজ পাবেন কালনা মিতালী সংঘের সরস্বতী পূজার মণ্ডপে ঢুকলে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কালনার বারুইপাড়া মিতালী সংঘের পুজো এই বছর ২৪ বছরে পদার্পণ করেছে। এই বছর তাদের থিমের নাম ‘চলো যাই বিয়ে বাড়ি’। কিন্তু হটাৎ কেন মিতালী সংঘের তরফ থেকে বেছে নেওয়া হলো এই থিম? ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, তাঁরা বিয়েতে পণ প্রথার বিরুদ্ধে এবং বাল্য বিবাহকে সমর্থন করেন না। মূলত এই দুটো বার্তা দেওয়ার জন্যই এই থিম করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: বিয়ের ছাদনা তলায় সরস্বতী পুজো! পাত পেড়ে চেটেপুটে খেল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল