আরও পড়ুন: টালার থেকেও ৬ গুণ বড় এই জল প্রকল্প! গরমে আর কষ্ট হবে না
আলোর দিশার সদস্য বাপি দে সূত্রধর বলেন, আমাদের কাছে এটাই আসল সরস্বতী পুজো। যারা বঞ্চিত তাঁদের জন্য আমরা সপ্তাহে দুটো দিন বের করতেই পারি। সবার সামর্থ্য থাকে না টাকা খরচ করে পড়ার। তাঁদের জন্যেই এই উদ্যোগ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই তিনদিন বিকেলে এখানে পড়ানো হবে। সংগঠনের সঙ্গে যুক্ত ৬-৭ জন শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন, যাদের মধ্যে কেউ সুপ্রতিষ্ঠিত চিকিৎসক আবার কেউ পেশাগতভাবেও শিক্ষক। তাছাড়াও স্থানীয়দের মধ্যে কয়েকজন এগিয়ে এসেছেন পড়ানোর জন্য।বিনামূল্যের এই পাঠশালায় প্রায় ১০০ জন পড়তে পারবেন। নেই কোনও বয়সসীমা, পড়তে পারেন যে কেউ। সংগঠনের সহ সম্পাদক অভিজিৎ মণ্ডল বলেন, আমরা এই পাঠশালার মাধ্যমে প্রাথমিক অক্ষর জ্ঞান, রিডিং পড়া এগুলি শিখিয়ে দেব। তারপরেও যদি কেউ পড়তে চান তাহলে আমরা বাঁকুড়ার স্থানীয় শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আরও পড়ার ব্যাবস্থা করে দেব।
নীলাঞ্জন ব্যানার্জী





