এখানকার এই আশ্রমে কেবলমাত্র মা সারদাকে লক্ষ্মী রূপেই নয়, অন্যান্য পুজোর সময় তাকে অন্যান্য দেবীরূপে পুজো করা হয়ে থাকে। এই রীতি অটুট রয়েছে বছরের পর বছর ধরে। আশ্রমের কাছে মা সারদার বলেন সর্ব রূপের দেবী।
স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, এদিন নিষ্ঠার সঙ্গে মা সারদাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে যে করোনা সংক্রমণ চলছে সেই করোনা সংক্রমণ থেকে মানুষ যাতে দ্রুত রক্ষা পান তার জন্য প্রার্থনা করা হয়। পুজোপাঠ শেষে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে আশ্রমের তরফ থেকে।
advertisement
আরও পড়ুন-৩৪ জন সাক্ষী অথচ রেকর্ড ৪ জনের বয়ান! লখিমপুর মামলায় শীর্ষ আদালতে নাস্তানাবুদ উত্তরপ্রদেশ সরকার
শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মা সারদা বছরের বিভিন্ন পূজা-পার্বণের সময় বিভিন্ন রূপে পূজিত হয়ে থাকেন। সেইমতো আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন, "আমাদের এখানে মা সারদার দুর্গাপূজার সময় দুর্গা, কালিপুজোর সময় কালী, লক্ষ্মী পুজোর সময় লক্ষী এবং সরস্বতী পুজোর সময়ে দেবী সরস্বতী রূপে পূজিত হয়ে থাকেন। আসলে আমাদের এই মা সারদাই হলেন সর্বেসর্বা। এইভাবে বিভিন্ন দেবীরূপে পুজো করার রীতি চালু করেছিলেন ঠাকুর সত্যানন্দ দেব।"
প্রসঙ্গত, বছরের বিভিন্ন সময়ে দুবরাজপুরের এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেই সকল ধর্মীয় অনুষ্ঠানে অগণিত ভক্তদের আগমন হয়। তবে গত দু'বছর ধরে অর্থাৎ যখন থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেই সময় থেকে আশ্রমের এই উৎসব অনুষ্ঠানেও স্বাস্থ্যবিধি মানতে গিয়ে নানান কাটছাঁট করতে হচ্ছে। যে কারণে স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন, "বর্তমান এই করোনা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়াটা অত্যন্ত জরুরী। তাই আমরা আমাদের এই লক্ষ্মী পূজার মধ্য দিয়ে বিশ্ব কল্যাণ প্রার্থনা করছি।"