TRENDING:

কাকদ্বীপে নদী বাঁধ ভেঙে বিপত্তি, জলের তলায় ঈশ্বরীপুরের চাষের জমি

Last Updated:

সোমবার আচমকা বাঁধ ভেঙে বিপত্তি। ঝড়-বৃষ্টিতে মাটি আলগা হয়ে বাঁধ ভাঙে। সপ্তমুখী নদীর জলে প্লাবিত এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: বুলবুলের তাণ্ডবের দু’দিন পরেই কাকদ্বীপে ভাঙল নদীবাঁধ। সোমবার আচমকা মাটির নদীবাঁধ ভেঙে যায়। যারজেরে সপ্তমুখী নদীর জল ঢুকতে শুরু করে গ্রামে।
advertisement

শনিবার রাতভর তাণ্ডব চালিয়েছে বুলবুল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সোমবার নামখানা ব্লকের ঈশ্বরীপুর গ্রামে ভেঙে পড়ল নদীবাঁধ।

ঈশ্বরীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী। এই নদীতেই তৈরি হয়েছে মাটির দীর্ঘ বাঁধ। সোমবার ভাঁটার সময়ে, বাঁধের প্রায় একশো মিটার ভেঙে পড়ে। পাশে চাষের জন্য জল ধরে রাখা ছিল। বাঁধ ভাঙতেই জলের তলায় ঈশ্বরীপুরের চাষের জমি।

advertisement

সন্ধের পরজোয়ার আসতেই, হুড়মুড়িয়ে নদীর জল ঢুকতে শুরু করে ঈশ্বরীপুর গ্রামে। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।

মঙ্গলবার পূর্ণিমায় নদীর জলস্তর আরও বাড়বে। দ্রুত বাঁধ মেরামতি না হলে ভেসে যাবে গোটা গ্রাম। প্রশাসনের কেউ না যাওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকদ্বীপে নদী বাঁধ ভেঙে বিপত্তি, জলের তলায় ঈশ্বরীপুরের চাষের জমি