শনিবার রাতভর তাণ্ডব চালিয়েছে বুলবুল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সোমবার নামখানা ব্লকের ঈশ্বরীপুর গ্রামে ভেঙে পড়ল নদীবাঁধ।
ঈশ্বরীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সপ্তমুখী নদী। এই নদীতেই তৈরি হয়েছে মাটির দীর্ঘ বাঁধ। সোমবার ভাঁটার সময়ে, বাঁধের প্রায় একশো মিটার ভেঙে পড়ে। পাশে চাষের জন্য জল ধরে রাখা ছিল। বাঁধ ভাঙতেই জলের তলায় ঈশ্বরীপুরের চাষের জমি।
advertisement
সন্ধের পরজোয়ার আসতেই, হুড়মুড়িয়ে নদীর জল ঢুকতে শুরু করে ঈশ্বরীপুর গ্রামে। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।
মঙ্গলবার পূর্ণিমায় নদীর জলস্তর আরও বাড়বে। দ্রুত বাঁধ মেরামতি না হলে ভেসে যাবে গোটা গ্রাম। প্রশাসনের কেউ না যাওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2019 9:52 AM IST