শতাধিক পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বাঁশবেড়িয়া অবনী পল্লীর সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেয় রেল। ৫৫ টি পরিবারকে এই নোটিশ ধরানো হয় মাস খানেক আগে। আজ ছিল উচ্ছেদের দিন। রেল উচ্ছেদ ঠেকাতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেল গেটের পাশে অবস্থান শুরু করে তৃনমূল কংগ্রেস।
আরও পড়ুন: রেস্তোরাঁ, বিশ্রামাগার আরও কত কি! এবার হুগলি পেতে চলেছে নতুন বিনোদন পার্ক, একটি দুটি নয়, তিন তিনটি
advertisement
স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব অবস্থান শুরু করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক তপন বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আগেই আমরা জানিয়েছিলাম। আজ রেলের উচ্ছেদ করার দিন ছিল তাই আমরা অবস্থান ধর্না শুরু করি। একটা পরিবারকেও এখান থেকে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা যাবে না। রেল বিকল্প জায়গা দিলে আমরা নিজেরাই বাসিন্দাদের সেখানে সরিয়ে দেব।”
রেলের তরফ থেকে আরপিএফ আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আগামী সোমবার ব্যান্ডেলে রেলের সঙ্গে মিটিং হবে। সেই মিটিংয়ের নির্যাস থেকেই আগামী দিনে আন্দোলনের উপর রেখা তৈরি হবে। তবে পুনর্বাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না।
রাহী হালদার





