TRENDING:

Hooghly News: নতুন রেলপথের জন্য দরকার জমি, উচ্ছেদে আসতেই বিধায়কের নেতৃত্বে বাধা! তারপর যা ঘটল হুগলিতে

Last Updated:

নতুন রেলপথের জন্য উচ্ছেদ করতে এসে বাধার মুখে রেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রেলের তরফ থেকে দেওয়া হয়েছিল উচ্ছেদের নোটিশ। কারণ ওই জনবসতির জায়গা দিয়ে তৈরি হবে নতুন রেল পথ। যার ফলে প্রায় শতাধিক পরিবারকে ঘরছাড়া হতে হবে। কিন্তু রেলের এই কথা মানতে নারাজ সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন বিধায়ক। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনভাবেই নয় সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক।
advertisement

শতাধিক পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছেন। বাঁশবেড়িয়া অবনী পল্লীর সেই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেয় রেল। ৫৫ টি পরিবারকে এই নোটিশ ধরানো হয় মাস খানেক আগে। আজ ছিল উচ্ছেদের দিন। রেল উচ্ছেদ ঠেকাতে সকাল থেকে বাঁশবেড়িয়া স্টেশন লাগোয়া রেল গেটের পাশে অবস্থান শুরু করে তৃনমূল কংগ্রেস।

আরও পড়ুন: রেস্তোরাঁ, বিশ্রামাগার আরও কত কি! এবার হুগলি পেতে চলেছে নতুন বিনোদন পার্ক, একটি দুটি নয়, তিন তিনটি

advertisement

স্থানীয় সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব অবস্থান শুরু করেন।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিধায়ক তপন বলেন, “পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না আগেই আমরা জানিয়েছিলাম। আজ রেলের উচ্ছেদ করার দিন ছিল তাই আমরা অবস্থান ধর্না শুরু করি। একটা পরিবারকেও এখান থেকে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা যাবে না। রেল বিকল্প জায়গা দিলে আমরা নিজেরাই বাসিন্দাদের সেখানে সরিয়ে দেব।”

advertisement

রেলের তরফ থেকে আরপিএফ আধিকারিকরা স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেন। আগামী সোমবার ব্যান্ডেলে রেলের সঙ্গে মিটিং হবে। সেই মিটিংয়ের নির্যাস থেকেই আগামী দিনে আন্দোলনের উপর রেখা তৈরি হবে। তবে পুনর্বাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ মেনে নেওয়া হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নতুন রেলপথের জন্য দরকার জমি, উচ্ছেদে আসতেই বিধায়কের নেতৃত্বে বাধা! তারপর যা ঘটল হুগলিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল