স্কুলের ভাঙা দেওয়ালে শ্রেণিকক্ষে সাপ প্রবেশের ঘটনাও ঘটে। এদিকে শৌচালয়ে খসে পড়ছে কংক্রিটের ছাদ। দেওয়াল বড় ফাটল, ঠিকমত দরজাও নেই শৌচালয়ে। গোটা স্কুল জোড়াজীর্ণ হয়ে পড়েছে। এই বর্ষায় ভাঙা ছাদের অংশ দিয়ে জল পড়ে শ্রেণিকক্ষে, সমস্যায় সাঁতরাগাছি কলোনি হাই স্কুলের কয়েকটা ছাত্রছাত্রী।
advertisement
শিক্ষা সমাজের উন্নতির মূল চাবিকাঠি। সেই দিক গুরুত্ব দিয়ে ৬০ এর দশকে হাওড়া সাঁতরাগাছিতে রেলের জমি দানে, কলোনি এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল। ছয় দশকে এলাকার অনেকেই লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৪০ জন। কিন্তু স্কুলের অবস্থা করুণ, স্কুলের শ্রেণিকক্ষ থেকে রান্নাঘর এবং শৌচালয়। সমস্ত স্থানেই স্কুল বাড়িতে ভেঙে পড়ার নমুনা। যেকোন মুহূর্তে কংক্রিটের দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা এড়াতে রেলওয়ে অফিস, স্কুল অফিস স্থানীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রী দফতরে জানিয়েও কোন সুরাহা মেলেনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আরিফ জানান, রেলের জমিতে স্কুল কিন্তু রাজ্য সরকারের মাঝে পড়ে স্কুলের করুণ অবস্থা। গত ৬০ বছরে কোনরকম মেরামতির কাজ হয়নি। ফলে বর্তমানে দারুণ সমস্যায় এই স্কুল। স্কুলের বাৎসরিক গ্রাউন্ডও খুব কম মাত্র ১৭৫০০ টাকা। যে টাকায় ফুলবাড়ির উন্নয়ন অসম্ভব প্রায়।
রাকেশ মাইতি