TRENDING:

Nadia News: দিন দিন বাড়ছে ডিমান্ড, রাজ্যের এই জায়গার বাসন্তী প্রতিমা এখন পাড়ি জেলা থেকে জেলায়

Last Updated:

সামনেই বাসন্তী পুজো! চরম ব্যস্ততায় শেষ তুলির টান মৃৎশিল্পীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ৩ এপ্রিল বাসন্তী পুজো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী চলবে ৮ তারিখ পর্যন্ত। প্রাচীনকালে রাবণ যে দূর্গাপুজো করতেন সেটি বসন্তকালে হত বলে তার নাম বাসন্তী পুজো। এই বাসন্তী পুজোই বহু কাল ধরে হয়ে আসছিল। এর পরবর্তীকালে রাবণকে পরাস্ত করার জন্য শরৎকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। শরৎকালের সেই পুজো এখন উৎসব স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারেও। কিন্তু কেউ কেউ আছেন সেই পুরনো সাবেকী পুজো এখনও ধারাবাহিকভাবে করে আসছেন কিংবা নতুন করে ইচ্ছে জাগলে সেই পুজো করছেন। আর সেই কারণেই শান্তিপুরের বিভিন্ন মৃৎকারখানায় তৈরি হচ্ছে একাধিক বাসন্তী দেবীর মূর্তি। শান্তিপুর থানার মোড়, ফটকপাড়া, সুত্রাগড় এমনকি বিভিন্ন বারোয়ারিতে এমনকি বেশ কয়েকটি বাড়িতেও সাবেকি এই পুজোর প্রচলন রয়েছে।
advertisement

তবে শান্তিপুর নয়, জেলার বিভিন্ন প্রান্তে তো বটেই এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই পুজো করতে দেখা যায়। কেউ করছে ২৯ বছর ধরে, কেউ করছে তিন বছর ধরে, এছাড়াও কারো বাড়িতে বহু প্রজন্ম ধরে এই পুজোর প্রচলন রয়েছে। এরকমই সন্ধান পাওয়া গেল শান্তিপুর সৌরাজ পালের মৃৎ কারখানায়। এই কারখানা থেকে গতকাল একটি বাসন্তী মূর্তি সড়কপথে পাড়ি দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরাতে। আজ আরও একটি মূর্তি রওনা হল। এরকমই পরপর মূর্তি শান্তিপুরের মৃৎ কারখানাগুলি থেকে রওনা দিচ্ছে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে এবং এই বসন্তকালের দূর্গা পূজার সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। শুধু তাই নয়, পাঁচ দিনের এই বাসন্তী পুজোর অষ্টমীর দিনে বহু জায়গায় অন্নপূর্ণা পুজোরও প্রচলন রয়েছে।

advertisement

আরও পড়ুন: বলা নেই, কওয়া নেই, দুম করে ভাড়া বৃদ্ধি দ্বিগুণ! মনমোহনপুর ফেরিঘাটে যেতেই মাথায় হাত যাত্রীদের

উত্তর ২৪ পরগনার শ্যামনগর থেকে আগত আকাশ চ্যাটার্জি জানাচ্ছেন, এ বছর ২৭ বছরে তাদের পুজো পদার্পণ করল, প্রথম থেকেই বাংলা মুখের আদলে ঠাকুর হয়। চার বছর হল শান্তিপুর থেকে তাদের বাড়িতে ঠাকুর যাচ্ছে। শান্তিপুরের আগমেশ্বরী মাতার যে পুজো হয় সেটি তার মামার বাড়ির বংশের পুজো। তবে এই পুজো তারা কেবল অষ্টমীর দিনই করে। পুজোর যেমন রীতিনীতি রয়েছে, সমস্ত কিছু মেনেই করা হয়। প্রতিবেশী আত্মীয়-স্বজন সকলে একসঙ্গে মিলে বসন্তকালেই আরও একবার দুর্গা পূজার অনুভূতি নেয় সকলে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হাবরা থেকে মূর্তি নিতে আগত মনোরঞ্জন দাস জানান, “পুজো এই নিয়ে তিন বছর হচ্ছে। তার মধ্যে দু’বছর ধরে শান্তিপুরের মৃৎশিল্পীর বানানো মূর্তি আমরা নিয়ে যাচ্ছি। বাসন্তী পুজো ছেলের মানসিক ছিল, তারপর থেকেই আমরা এই পুজো করে আসছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: দিন দিন বাড়ছে ডিমান্ড, রাজ্যের এই জায়গার বাসন্তী প্রতিমা এখন পাড়ি জেলা থেকে জেলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল