Nadia News: বলা নেই, কওয়া নেই, দুম করে ভাড়া বৃদ্ধি দ্বিগুণ! মনমোহনপুর ফেরিঘাটে যেতেই মাথায় হাত যাত্রীদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
মনমোহনপুর ফেরিঘাটে ফেরি ভাড়া ৫০% বৃদ্ধি করা হয়েছে
নাদনঘাট: পারের কড়ি নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি নাদনঘাট থানার মনমোহনপুর ফেরিঘাটে। যাত্রীদের কোনরকম অবহতি ছাড়াই ভাড়া বৃদ্ধির তালিকা টাঙ্গানো হয়েছে ঘাট মালিকদের পক্ষ থেকে। মঙ্গলবার সকালে যাত্রীরা সেই তালিকা দেখে হতবাক! শতাংশ হিসেবে দু-পাঁচ, ১০ শতাংশ বাড়লে তা আলাদা বিষয় কিন্তু সরাসরি ৫০ শতাংশ বৃদ্ধি নিয়ে যথেষ্ট চিন্তিত তারা।
তিন চাকার সাইকেল পারাপার হয়েছে ছয় টাকা, পাঁচ টাকা মানুষের ভাড়া হয়েছে, ১০ টাকা ১৫ টাকার গাড়ি, চারচাকা গাড়ি হয়েছে ৩০ টাকা অর্থাৎ সম্পূর্ণ দ্বিগুণ। বর্তমান নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী হোক কিংবা ব্যবহার্য সাধারণ জিনিসপত্র, এমনকি বিদ্যুৎ বিল থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ সবেতেই লাগামছাড়া ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। আর তার মধ্যে একেবারে হঠাৎ গুরুত্বপূর্ণ জলপথ পরিবহন ভাড়া এত পরিমাণ বৃদ্ধির ফলে তারা হতাশ বলে অভিযোগ তাদের।
advertisement
advertisement
এদিন সকালে নিত্যযাত্রী এবং জলপথ পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে যাওয়া ছোটখাটো ব্যবসায়ী, রোগীর পরিবার, স্কুল কলেজে পড়া ছেলেমেয়েদের অভিভাবকরা মালিকপক্ষের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তিনি কোনভাবেই বিষয়েরটি আমল দিতে চাননি। এমনকি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও নারাজ। এ বিষয়ে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে, ছোটখাটো হলেও ঘাটের সাইনবোর্ড বা ভাড়া বৃদ্ধির চার্ট ভাঙচুর কিংবা ছিঁড়ে ফেলা, এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বলেও সূত্রের খবর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নাদনঘাট থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তবে সাধারণ নিত্যযাত্রীকে পুলিশের পরামর্শ তারা এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক জল পরিবহন দফতর এবং জনপ্রতিনিধিদের কাছে লিখিতভাবে জমা দেওয়ার।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বলা নেই, কওয়া নেই, দুম করে ভাড়া বৃদ্ধি দ্বিগুণ! মনমোহনপুর ফেরিঘাটে যেতেই মাথায় হাত যাত্রীদের

