বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোট ১০২৫টি মোবাইল উদ্ধার করেছেন তাঁরা। উপযুক্ত প্রমাণ-সহ প্রতিটা মোবাইল আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে মুখে চওড়া হাসি ফুটেছে সকলের।
advertisement
এদিন বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিল সেডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। এছাড়ারও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি হেড কোয়াটার উত্তম সরকার-সহ একাধিক পুলিশ কর্তা। অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের ‘সন্ধান’ অ্যাপ আশার আলো জাগিয়ে তুলেছে। এই অ্যাপে নথিভুক্ত করে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকেরা।
আরও পড়ুনঃ মুরগির খামার থেকে দূষণের আশঙ্কায় রাজ্য সড়ক অবরোধ, তুমুল বিক্ষোভ
কেউ দেড় বছর পর, তো কেউ আবার ৬ মাস, কেউ ১ মাস পর ফিরে পেলেন তাঁদের খোয়া যাওয়া মোবাইল। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারির হাত থেকে মোবাইল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা। মোবাইল হারিয়ে বা চুরি গেলে সঙ্গে সঙ্গে অভিযোগ লিপিবদ্ধ করুন ‘সন্ধান’ অ্যাপে কিংবা সংশ্লিষ্ট থানায়।