TRENDING:

১০২৫টি হারিয়ে যাওয়া মোবাইলের 'সন্ধান'! ফেরানো হল মালিকদের হাতে, কীভাবে এমন অসাধ্য সাধন রাজ্যের এই জেলায়?

Last Updated:

'সন্ধান' অ্যাপের মাধ্যমে ১০২৫টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করল বাঁকুড়া পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার যে কী দুঃখ তা একমাত্র যার গিয়েছে সেই বুঝবে। মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার পর অনেকেই প্রায় হাল ছেড়ে দেন। ভার্চুয়াল যুগে ছাত্র-ছাত্রীদের অনলাইনে ক্লাস থেকে শুরু করে মোবাইলে থাকা বিভিন্ন তথ্য, ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ক্ষতির সম্মুখীন হন অনেকেই। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং কর্মদক্ষতার জোরে এবার সেই মুশকিল আসান করে দেখাল বাঁকুড়া জেলা পুলিশ।
মোবাইল ফোন প্রতীকী ছবি
মোবাইল ফোন প্রতীকী ছবি
advertisement

বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোট ১০২৫টি মোবাইল উদ্ধার করেছেন তাঁরা। উপযুক্ত প্রমাণ-সহ প্রতিটা মোবাইল আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে মুখে চওড়া হাসি ফুটেছে সকলের।

আরও পড়ুনঃ শাঁখা পরতে ভালবাসেন? আপনার জন্যে সেরা ঠিকানার সন্ধান, সূক্ষ্ম নকশা থেকে সোনা-রুপোর কাজ, এখানে মিলবে সব

advertisement

এদিন বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিল সেডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। এছাড়ারও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি হেড কোয়াটার উত্তম সরকার-সহ একাধিক পুলিশ কর্তা। অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের ‘সন্ধান’ অ্যাপ আশার আলো জাগিয়ে তুলেছে। এই অ্যাপে নথিভুক্ত করে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকেরা।

advertisement

আরও পড়ুনঃ মুরগির খামার থেকে দূষণের আশঙ্কায় রাজ্য সড়ক অবরোধ, তুমুল বিক্ষোভ

কেউ দেড় বছর পর, তো কেউ আবার ৬ মাস, কেউ ১ মাস পর ফিরে পেলেন তাঁদের খোয়া যাওয়া মোবাইল। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারির হাত থেকে মোবাইল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা। মোবাইল হারিয়ে বা চুরি গেলে সঙ্গে সঙ্গে অভিযোগ লিপিবদ্ধ করুন ‘সন্ধান’ অ্যাপে কিংবা সংশ্লিষ্ট থানায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০২৫টি হারিয়ে যাওয়া মোবাইলের 'সন্ধান'! ফেরানো হল মালিকদের হাতে, কীভাবে এমন অসাধ্য সাধন রাজ্যের এই জেলায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল