আরও পড়ুন- থ্যাবড়া না লম্বা? আঙুলের নখই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! মিলিয়ে নিন ব্যক্তিত্বের ধরন
মমতা আরও বলেন, “নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন। সে মারা গেছে। জীবনে সে অনেক কাজ করেছে। তার ছেলেকে হাড়োয়া থেকে জিতিয়ে আনা হয়েছে। রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, জল সংশোধানাগার, আইসিডিএস সহ একাধিক কাজ উদ্বোধন হল। ঝুপখালিতে ধুলিয়া খালের উপরে নয়া সেতু তৈরি হবে। আগামীদিন নতুন জেলা আর সাবডিভিশন হবে। অনেক দূর আপনাদের যেতে হয়। তাই আস্তে আস্তে এই সব কাজ করতে হচ্ছে।”
advertisement
আরও পড়ুন- মনমোহনের ‘গুণী’ ৩ কন্যাকে চেনেন? বাবার চেয়ে কম নন কেউ! কী করেন তাঁরা? জানলে চমকাবেন
এর পর মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার বাড়ি আপনারা জানেন তো? কেন্দ্রীয় সরকারের আগে একটা প্রকল্প ছিল। আমাদের থেকে ট্যাক্স নিয়ে চলে যায়। কিন্তু আমাদের টাকা দেয় না। আমরা আমাদের টাকায় ইতিমধ্যেই ৪৭ লক্ষ বাড়ি তৈরি করেছি। ১৬ লক্ষ মানুষের নাম আছে, তাঁদের বলব ঘাবড়াবেন না। আপনাদের বাড়ির ব্যবস্থা আমি করে দেব। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বলব, যত দিন বেঁচে থাকবেন এই ভাতা পেয়ে যাবেন।”
আরও পড়ুন- ভয়ানক! জাহাজটা যেতেই জল থেকে আর উঠলেন না যুবক…! পিকনিকের মাঝেই সব শেষ
বছরের গোড়ার দিকে সন্দেশখালির প্রতিবাদ-আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারীরা বার বার চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার সেখানে আসুন। বছর শেষে সোমবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে দ্বীপাঞ্চল এবং আশপাশের এলাকা।
আরও পড়ুন- বলুন তো, ভারতে সবচেয়ে বেশি ‘আমিষ’ খায় কোন রাজ্যের মানুষ? ‘উত্তর’ আপনাকে চমকে দিতে বাধ্য
গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যায় ইডি। কিন্তু শাহজাহানের সরবেড়িয়া আকুঞ্জিপাড়ার বাড়িতে ঢোকার মুখে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের মারধর করে তাঁদের জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। কয়েক জন আধিকারিককে হাসপাতালেও ভর্তি করাতে হয়। এই আবহে সন্দেশখালির কয়েক জন মহিলা নির্যাতনের অভিযোগ করেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। রাজ্য রাজনীতিতে শুরু হয় নয়া বিতর্ক। পরে সেই তর্ক রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে যায়। নারী নির্যাতন, জমি দখল, মাছের ভেড়ির লিজ়ের টাকা না দেওয়ার মতো বিভিন্ন অভিযোগে বিজেপি-সহ বিরোধী দলগুলি পথে নামে।