পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। আর বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনেই একাধিক শিল্পী মিলে বালি দিয়ে তৈরি করলেন গৌতম বুদ্ধের মূর্তি। এই বিষয়ে শিল্পী রঙ্গজীব রায় বলেন, চারিদিকে সংঘাত পরিস্থিতি, ‘আমাদের সমাজের মধ্যেও একটা অশান্তি রয়েছে। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে শান্তির বার্তা দিতে এই বুদ্ধ মূর্তি আমরা তৈরি করেছি।’
advertisement
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে দামোদর নদের চর। যেখানে বালির কোনও কমতি নেই। আর সেই দামোদরের বালির চরের মধ্যেই বালি দিয়ে তৈরি করা হল বুদ্ধ মূর্তি। জেলা ছাড়াও এই মূর্তি তৈরির কাজে হাত লাগিয়েছেন ভিন জেলার শিল্পীরাও। পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া-সহ আরও বেশ কিছু জেলার প্রায় ১৫ থেকে ২০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই স্যান্ড আর্ট। শিল্পী সুস্মিতা রায় জানিয়েছেন, ‘শুধুমাত্র বালি দিয়েই এই শিল্পকর্ম তৈরি হয়েছে। শান্তির বার্তা দিতেই আমাদের সকলের এহেন উদ্যোগ।’
শুধুমাত্র বালি আর জল দিয়ে এই সুন্দর বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তি তৈরিতে সময় লেগেছে প্রায় কয়েক ঘণ্টা। বর্ধমানের শিল্পী রঙ্গজীব রায় এর আগেও দামোদরের চরে একাধিক শিল্পকর্ম তুলে ধরেছেন। তবে এবার তার তত্ত্বাবধানে বুদ্ধ পূর্ণিমায় তৈরি এহেন শিল্পকর্ম সত্যিই অভিনব।
বনোয়ারীলাল চৌধুরী