TRENDING:

East Bardhaman News: বুদ্ধ পূর্ণিমায় বিরাট কাণ্ড...! দামোদরের চরে গৌতম বুদ্ধ! দেখতে ছুটে এল দূর-দূরান্তের মানুষ

Last Updated:

East Bardhaman News: সংঘাত পরিস্থিতিতে শান্তির বার্তা! শান্তির বার্তা দেওয়ার জন্য বর্ধমানে যা হল জানলে ভাল লাগবে সকলেরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সংঘাত পরিস্থিতিতে শান্তির বার্তা! শান্তির বার্তা দেওয়ার জন্য বর্ধমানে যা হল জানলে ভাল লাগবে সকলেরই। বর্ধমানে একাধিক শিল্পী মিলে তুলে ধরলেন এক বিশেষ শিল্পকর্ম। আর এই শিল্পকর্মের মধ্য দিয়েই শিল্পীরা ছড়িয়ে দিতে চাইছেন শান্তির বার্তা। সকলেই জানি আজ বুদ্ধ পূর্ণিমা। হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই শুভ উৎসব ১২মে অর্থাৎ আজ সোমবার। প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়।
advertisement

পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। আর বুদ্ধ পূর্ণিমার এই বিশেষ দিনেই একাধিক শিল্পী মিলে বালি দিয়ে তৈরি করলেন গৌতম বুদ্ধের মূর্তি। এই বিষয়ে শিল্পী রঙ্গজীব রায় বলেন, চারিদিকে সংঘাত পরিস্থিতি, ‘আমাদের সমাজের মধ্যেও একটা অশান্তি রয়েছে। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে শান্তির বার্তা দিতে এই বুদ্ধ মূর্তি আমরা তৈরি করেছি।’

advertisement

আরও পড়ুন-প্রবল ঝড়-তুফান…! ৭০ কিমি বেগে বজ্রঝড়, কাঁপিয়ে আসছে ভারী বৃষ্টি রাজ্যে রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে দামোদর নদের চর। যেখানে বালির কোনও কমতি নেই। আর সেই দামোদরের বালির চরের মধ্যেই বালি দিয়ে তৈরি করা হল বুদ্ধ মূর্তি। জেলা ছাড়াও এই মূর্তি তৈরির কাজে হাত লাগিয়েছেন ভিন জেলার শিল্পীরাও। পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া-সহ আরও বেশ কিছু জেলার প্রায় ১৫ থেকে ২০ জন শিল্পী মিলে তৈরি করেছেন এই স্যান্ড আর্ট। শিল্পী সুস্মিতা রায় জানিয়েছেন, ‘শুধুমাত্র বালি দিয়েই এই শিল্পকর্ম তৈরি হয়েছে। শান্তির বার্তা দিতেই আমাদের সকলের এহেন উদ্যোগ।’

advertisement

View More

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

শুধুমাত্র বালি আর জল দিয়ে এই সুন্দর বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তি তৈরিতে সময় লেগেছে প্রায় কয়েক ঘণ্টা। বর্ধমানের শিল্পী রঙ্গজীব রায় এর আগেও দামোদরের চরে একাধিক শিল্পকর্ম তুলে ধরেছেন। তবে এবার তার তত্ত্বাবধানে বুদ্ধ পূর্ণিমায় তৈরি এহেন শিল্পকর্ম সত্যিই অভিনব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বুদ্ধ পূর্ণিমায় বিরাট কাণ্ড...! দামোদরের চরে গৌতম বুদ্ধ! দেখতে ছুটে এল দূর-দূরান্তের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল