TRENDING:

Bangla News|| কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু'জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে

Last Updated:

Same gender marriage: কয়েকদিন আগে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এসেছিলেন মৌমিতা মজুমদার। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই মৌসুমী দত্তের হাত ধরে মৌমিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সমকামী দুই পুরুষের পর এ বার সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল শহর। প্রথা ভেঙে এক হল মৌমিতা ও মৌসুমীর পরস্পরের চার হাত। বাগদার মৌমিতা মজুমদার ও চিংড়িঘাটার মৌসুমী দত্ত মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় আলাপের পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে পরস্পরের মধ্যে।
advertisement

জানা গিয়েছে, গত কয়েকদিন আগে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এসেছিলেন মৌমিতা মজুমদার। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই মৌসুমী দত্তের হাত ধরে মৌমিতা। ‘জল ছাড়া যেমন গাছ বাঁচে না, ওকে ছাড়াও আমি বাঁচতে পারব না,’ দাবি দু’জনেরই। শুধু তাই নয়, মৌসুমীর দুই সন্তানের দায়িত্বও নিচ্ছেন মৌমিতা।

আরও পড়ুনঃ জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত! বুধেও কালবৈশাখীর উদ্দাম খেলা, লণ্ডভণ্ড হবে ‘এই’ জেলাগুলি

advertisement

View More

মৌমিতা জানান, ‘আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম ওঁর কাছে যাব, কিন্তু তাঁরা রাজি হননি। পরিবার আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি।’ ভগবানকে সাক্ষী রেখে একে অপরকে আপন করে নিলেও এখন পরিবার না মানলে তারা দু’জনেই অন্য কোথাও গিয়ে থাকবেন। ‘মা কালীকে সাক্ষী রেখে মালাবদল করে মৌমিতার স্মৃতিতে সিঁদুর তুলে বিয়ে করেছি, আমরা জানি সমাজ আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই’, জানালেন মৌমিতা।

advertisement

‘বাঁচলেও ওঁর সঙ্গে, আর মরলেও থাকব ওঁর সঙ্গেই, পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে আমাদের দু’জনকে একসঙ্গে মেরে ফেলতে হবে। আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দু’জনকেই রাখতে হবে’, বলেও দাবি জানান সদ্য বিবাহিতরা। এই ঘটনা সামনে আসতেই দুই পরিবারের সদস্যদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। যে কোনও পরিস্থিতিতে পরস্পর পরস্পরের সঙ্গে হাত ধরে লড়াই চালাবে বলেও জানান তারা। ইতিমধ্যেই সমকামী এই দুই নারীর বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু'জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল