উল্লেখ্য, একদিকে রানাঘাট স্টেশনের ওপর দিয়ে ছুটে চলেছে সাইরাং এক্সপ্রেস। অপরদিকে স্টেশনের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির। দেখা গেল এমনই ছবি। আন্দোলনে সামিল সংগঠনের সদস্যরা জানান, এর আগেও রেল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এখনও পর্যন্ত রেল কোনওরকম সদুত্তর দেয়নি।
আরও পড়ুন : উৎসবের আগে নড়েচড়ে বসেছে প্রশাসন! বড় বাজেটের মণ্ডপে হঠাৎ একযোগে নেমে পড়ল পুলিশ-দমকল-বিদ্যুৎ দফতর
advertisement
তবে নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রানাঘাট জংশন। সেই কারণেই এখানে সাইরাং এক্সপ্রেসের স্টপেজ দেওয়া বাধ্যতামূলক, এমনটাই দাবি তোলা হয়েছে। তাঁদের দাবি এই স্টেশন প্রতিদিন বহু মানুষ ব্যবহার করেন। বহু মানুষ এই স্টেশন থেকে ট্রেন ধরেন দূরের গন্তব্যে পৌঁনোর জন্য। ফলে এমন একটি ট্রেনের স্টপেজের দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন : উৎসবের আগে পুরুলিয়ায় বড় চমক! পৌরসভার দারুণ উদ্যোগে বদলে যাচ্ছে শহরের চেহারা
আন্দোলনরত সদস্যদের দাবি, সাইরাং এক্সপ্রেস চালু হওয়ার ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করা আরও সহজ হবে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ না থাকলে বহু মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাই সেই কারণে এদিন তারা অবস্থান বিক্ষোভ করেছেন। তারা দাবি করেছেন, রেল কর্তৃপক্ষ এরপরেও যদি সমস্যার সমাধান না করে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সংগঠনের সদস্যরা।