সাগরদিঘি ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকে বুথে চলবে নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘিতে। জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, পোষ্টাল ভোটার সংখ্যা ১৫৩২ জন। যার মধ্যে ৯৪০ জন পুরুষ ও ৫৯২ জন মহিলা রয়েছে। সার্ভিস ভোটার রয়েছেন ২৮৯ জন যার মধ্যে পুরুষ ২৮০ জন, মহিলা ৯ জন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন , তিন দলের ৩ রকম অভিযোগ! সাগরদিঘির ভোটের আপডেট জানুন
আরও পড়ুন, লড়াই পঞ্চমুখী, আজ সকাল থেকে উৎসবের মেজাজে ভোট মেঘালয়ে
সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ২৪৬টি বুথ রাখা হয়েছে। মোট পুলিশ ও সিভিল সেক্টর হচ্ছে ২২টি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন। পাশাপাশি ১৮-১৯ বছরের ভোটার সংখ্যা ৬ হাজার ২৫১ জন, ৮০ বছরের ওপরে ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮ জন। সব থেকে নজরকাড়া ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা হল ৮ জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।