TRENDING:

Sagardighi By Election: যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র অভিজিৎ নন, সাগরদিঘি উপনির্বাচনে স্থানীয় নেতা দেবাশিসেই আস্থা তৃণমূলের

Last Updated:

Sagardighi By Election: কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু  তালিকা প্রকাশিত হতেই দেখা গেল  প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের টিকিটে কে লড়বেন, তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল রাজনৈতিক মহলে। শোনা গিয়েছিল, প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু শেষমেষ স্থানীয় নেতৃত্বেই আস্থা রাখল দল৷ প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি।
প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়
প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়
advertisement

তৃণমূলের শক্ত ঘাঁটি রূপেই পরিচিত এই কেন্দ্র৷ ২০১১ সাল থেকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতে এসেছেন সুব্রত সাহা । ২০১১ সালে তিনিই ছিলেন মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও জেতেন তিনি। যদিও  নিজের মেয়াদ পূর্ণ করার আগেই আকস্মিক মৃত্যু হয় তাঁর। ওই কেন্দ্রে তাঁর উত্তরসূরি বেছে নিতে আগামী ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে উপনির্বাচন।

advertisement

আরও পড়ুন- উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন- ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু তালিকা প্রকাশিত হতেই দেখা গেল  প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস। কয়েক মাস আগেই তিনি ব্লক সভাপতি হন। এবার হলেন উপনির্বাচনে প্রার্থী। জয়ের ব্যাপারে আপাতত ১০০ শতাংশ আশাবাদী তিনি। তাঁকে নিয়ে আশা দেখছে দলও৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi By Election: যা রটেছিল, তা ঘটল না! প্রণবপুত্র অভিজিৎ নন, সাগরদিঘি উপনির্বাচনে স্থানীয় নেতা দেবাশিসেই আস্থা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল