তৃণমূলের শক্ত ঘাঁটি রূপেই পরিচিত এই কেন্দ্র৷ ২০১১ সাল থেকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতে এসেছেন সুব্রত সাহা । ২০১১ সালে তিনিই ছিলেন মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও জেতেন তিনি। যদিও নিজের মেয়াদ পূর্ণ করার আগেই আকস্মিক মৃত্যু হয় তাঁর। ওই কেন্দ্রে তাঁর উত্তরসূরি বেছে নিতে আগামী ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে উপনির্বাচন।
advertisement
আরও পড়ুন- উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুন- ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎকে প্রার্থী করতে পারে তৃণমূল। কিন্তু তালিকা প্রকাশিত হতেই দেখা গেল প্রার্থী হচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘির বাড়ালা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস। কয়েক মাস আগেই তিনি ব্লক সভাপতি হন। এবার হলেন উপনির্বাচনে প্রার্থী। জয়ের ব্যাপারে আপাতত ১০০ শতাংশ আশাবাদী তিনি। তাঁকে নিয়ে আশা দেখছে দলও৷