ইলিশের মরশুমের শুরুতেই ট্রলারডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাকিলা ট্রলারের পর এফবি মা দুর্গাও দুর্ঘটনার কবলে পড়ে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ট্রলারের ২৯ জন মৎস্যজীবী।
ডুবে যাওয়া দুই ট্রলার এফবি সাকিলা ট্রলারের ১৩ জন মৎস্যজীবী এবং এফবি মা দুর্গা নামে আরও একটি ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করে এনেছেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা।
advertisement
উদ্ধার হওয়া মৎস্যজীবীদের হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পরপর দু’টি ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তারা।
এই সময় কোনওরকম প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা নেই। তাও সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের পাটাতন ফেটে এই ঘটনা ঘটছে। এই ঘটনার পর ট্রলারগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এখনও পর্যন্ত সমস্ত মৎস্যজীবী সুস্থ রয়েছে।
নবাব মল্লিক