এই অনুষ্ঠানে আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পুলিশ, ব্যান্ড সহযোগে এক বর্ণাঢ্য পদযাত্রায় আয়োজন করা হয়। সচেতনতার বার্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ব্যানার, পোস্টার নিয়ে বাটা মোড় থেকে পদযাত্রা শুরু করে। বজবজ ট্রাঙ্ক রোডের মেহমানপুর , চন্দননগর হয়ে মহেশতলা কলেজের কাছে প্রদক্ষিণ করে। আবারও বাটা হয়ে বাটা মোড়ে পথনাটিকার মধ্যে দিয়ে পথ দুর্ঘটনার বিভিন্ন সচেতনতা তুলে ধরা হয়।
advertisement
আরও পড়ুনঃ দুই পড়শি পরিবারের অশান্তির মাশুল! বাসন্তীতে বোমা ফেটে গুরুতর জখম শিশু, আনা হল এসএসকেএম
কখনও মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, কখনও সিগনাল ভেঙে গাড়ি চালানো, সিট বেল্ট না পরে গাড়ি চালানোর পাশাপাশি, হেলমেট না পড়ে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে গাড়ি চালানোর কী ভয়ংকর ফল হতে পারে, পথনাটিকায় তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে পুলিশ আধিকারিকরা সকলের হতে চকলেট তুলে দেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহেশতলা থানার আইসি বলেন, দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমনই জনমানষে সচেতনতারও প্রয়োজন। পাশাপাশি বড়দিন এবং নববর্ষের সময় দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহেশতলা এসডিপিও সৈয়দ রেজাউল কাবির সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বছর পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় এই অনুষ্ঠান করা হয়। উদ্দেশ্য মানুষকে সচেতন করা, পথ দুর্ঘটনায় যেন কোন মানুষের প্রাণ না যায়, পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম শৃঙ্খলা মেনে চলারও বার্তা দেন তিনি।





