TRENDING:

Sadak Suraksha Abhiyan: রায়দিঘিতে মিষ্টি খেয়ে ভুল স্বীকার হেলমেট বিহীন বাইক আরোহীদের!

Last Updated:

Sadak Suraksha Abhiyan: জীবন খুব মূল্যবান' হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ও মিষ্টি দিয়ে সেই কথা বোঝাচ্ছে পুলিশ। পুলিশের কাছ থেকে এই গোলাপ ও মিষ্টি পেয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন অনেক বাইক আরোহী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ‘জীবন খুব মূল্যবান’ হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ও মিষ্টি দিয়ে সেই কথা বোঝাচ্ছে পুলিশ। পুলিশের কাছ থেকে এই গোলাপ ও মিষ্টি পেয়ে নিজেদের ভুল স্বীকার করেছেন অনেক বাইক আরোহী। এই ঘটনা ঘটেছে সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানায়। পথ নিরাপত্তা নিয়ে সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে পুলিশ, প্রশাসন। তারপরও কিছু বাইক আরোহী হেলমেট ছাড়াই চলাচল করেন। তাঁদের ভুল ভাঙাতে পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে এবার।
advertisement

আরও পড়ুনঃ বলুন তো কোন ‘দেশে’ সবচেয়ে বেশি নিরামিষভোজী মানুষ বাস করেন? উত্তর শুনলে চমকে যাবেন!

রায়দিঘি থানার পুলিশ কর্মী-সহ আইসি অমিও কুমার ঘোষ, বিডিও নাজির হোসেন সকলেই পথচারীদের বোঝাতে পথে নেমেছিলেন। হেলমেটহীন বাইক আরোহীদের গাড়ি থামাতেই অনেকেই ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তবে পরে যখন তাঁরা বুঝতে পারেন যে তাঁদের বোঝাতে এবার পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে, তখন অনেকেই লজ্জায় পড়েন। পুলিশের এই ভূমিকায় খুশি পথচারীরা।

advertisement

View More

এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন জানান, অনেকেই গাড়ি খুব জোরে চালান, বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভবনা বাড়ে। এই সময় যদি মাথায় হেলমেট না থাকে তখন দুর্ঘটনা থেকে অনেক সময় মৃত্যুও ঘটে। সেই জিনিস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। যা মানুষের মধ্যে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: রায়দিঘিতে মিষ্টি খেয়ে ভুল স্বীকার হেলমেট বিহীন বাইক আরোহীদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল