আরও পড়ুনঃ বলুন তো কোন ‘দেশে’ সবচেয়ে বেশি নিরামিষভোজী মানুষ বাস করেন? উত্তর শুনলে চমকে যাবেন!
রায়দিঘি থানার পুলিশ কর্মী-সহ আইসি অমিও কুমার ঘোষ, বিডিও নাজির হোসেন সকলেই পথচারীদের বোঝাতে পথে নেমেছিলেন। হেলমেটহীন বাইক আরোহীদের গাড়ি থামাতেই অনেকেই ভয়ে ভয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তবে পরে যখন তাঁরা বুঝতে পারেন যে তাঁদের বোঝাতে এবার পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে, তখন অনেকেই লজ্জায় পড়েন। পুলিশের এই ভূমিকায় খুশি পথচারীরা।
advertisement
এ নিয়ে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন জানান, অনেকেই গাড়ি খুব জোরে চালান, বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভবনা বাড়ে। এই সময় যদি মাথায় হেলমেট না থাকে তখন দুর্ঘটনা থেকে অনেক সময় মৃত্যুও ঘটে। সেই জিনিস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। যা মানুষের মধ্যে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।
নবাব মল্লিক





