TRENDING:

Sadak Suraksha Abhiyan: বারবার দুর্ঘটনার প্রতিবাদে পথে নামল এলাকাবাসী! ট্রাফিক সিগনাল-সহ একগুচ্ছ দাবি!

Last Updated:

Sadak Suraksha Abhiyan: হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায় ট্রাফিক সিগন্যাল, স্পিডবেকার ও সিভিক পুলিশ সহ একাধিক দাবিতে রাস্তায় প্রতিবাদে নামল এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুড়শুড়া: বারবার পথ দুর্ঘটনা। আর তার জেরে যাচ্ছে কখনো প্রাণ আবার কখনো গুরুতর জখম হচ্ছেন পথচারী থেকে শুরু করে গাড়ি চালকেরা। তাই এবার ট্রাফিক সিগন্যাল, স্পিডবেকার ও সিভিক পুলিশ সহ একাধিক দাবিতে রাস্তায় প্রতিবাদে নামল এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। বুধবার হুগলির পুড়শুড়া সামন্ত রোড এলাকায়। জানা যায় রাজ্য সড়কটি পি ডব্লিউ ডির আন্ডারে ফোর ল্যান্ড হয়েছে। কিন্তু নিরাপত্তা না থাকার ফলে সমস্যা হচ্ছে প্রত্যেক সাধারণ মানুষের। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। তাই এদিন একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় সাধারণ মানুষজন।
প্রতিবাদে গ্রামবাসীরা  
প্রতিবাদে গ্রামবাসীরা  
advertisement

নিত্যদিন দুর্ঘটনার ঘটে এই এলাকায়এদিনও ডাম্পারের ধাক্কায় আহত হয় এক ব্যক্তি। তাকে এলাকার মানুষজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বারবার এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছিলন বাসিন্দারা। তাই এদিন একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে।

আরও পড়ুন:  স্বামীকে বশে রাখতে চান? প্রেম টেকাতে চান? গাঁদা ফুল দিয়ে সন্ধে বেলায় করুন এই কাজ

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আরামবাগ -তারকেশ্বর রোডে এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন পথ নিরাপত্তা নিয়ে কোন ভূমিকায় নেই। সাধারণ মানুষ বা গাড়িচালক সিগন্যাল না থাকার কারণে বুঝতে না পারায় বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে তাদের দাবি গুলো সমস্যা সমাধান করুক। সব মিলিয়ে এখন দেখার সামন্ত রোড এলাকায় আদৌ কি ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন নিরাপত্তা থাকবে না এভাবেই পথ দুর্ঘটনা বাড়বে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষজন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: বারবার দুর্ঘটনার প্রতিবাদে পথে নামল এলাকাবাসী! ট্রাফিক সিগনাল-সহ একগুচ্ছ দাবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল