নিত্যদিন দুর্ঘটনার ঘটে এই এলাকায়এদিনও ডাম্পারের ধাক্কায় আহত হয় এক ব্যক্তি। তাকে এলাকার মানুষজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বারবার এই ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছিলন বাসিন্দারা। তাই এদিন একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে।
আরও পড়ুন: স্বামীকে বশে রাখতে চান? প্রেম টেকাতে চান? গাঁদা ফুল দিয়ে সন্ধে বেলায় করুন এই কাজ
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আরামবাগ -তারকেশ্বর রোডে এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন পথ নিরাপত্তা নিয়ে কোন ভূমিকায় নেই। সাধারণ মানুষ বা গাড়িচালক সিগন্যাল না থাকার কারণে বুঝতে না পারায় বারংবার পথ দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে তাদের দাবি গুলো সমস্যা সমাধান করুক। সব মিলিয়ে এখন দেখার সামন্ত রোড এলাকায় আদৌ কি ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন নিরাপত্তা থাকবে না এভাবেই পথ দুর্ঘটনা বাড়বে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষজন।
suvojit Ghosh