TRENDING:

Sadak Suraksha Abhiyan: রাস্তায় দুর্ঘটনা কমাতে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করল পুলিশ! জানুন

Last Updated:

Sadak Suraksha Abhiyan: পূর্ব মেদিনীপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে সংযোজিত হয়েছে বিভিন্ন দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দকুমার: পথ দুর্ঘটনা কমাতে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার ট্রাফিক বিভাগের। পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেশি। আবার পথ দুর্ঘটনায় মৃত্যুর হারও বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি মাসে গড়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন দুর্ঘটনায় মারা যায়। জেলা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের। পূর্ব মেদিনীপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে সংযোজিত হয়েছে বিভিন্ন দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ। এই ভিডিও ফুটেজ গুলি জনবহুল এলাকায় পর্দার সাহায্যে সাধারণ মানুষকে সচেতন করতে প্রদর্শিত করা হচ্ছে। দুর্ঘটনার ফুটেজ দেখিয়ে কীভাবে যাতায়াত করা উচিত তা সাধারণ মানুষকেবোঝানো হচ্ছে।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক জাতীয় সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক রয়েছে। জেলায় দিঘা ,মন্দারমণি,, শংকরপুর,তাজপুরের মতো জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি কোলাঘাট হলদিয়া শিল্পাঞ্চল শহর রয়েছে। এমনকি এই জেলায় বর্তমান সময়ে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়। ফলে জেলার বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়ক ও গ্রামীণ সড়ক গুলিতে পণ্যবাহী গাড়ির পাশাপাশি অন্যান্য যানবাহনের সংখ্যা বেশি। ফলে প্রতিনিয়ত এই জেলায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে গাড়ি চালক, সাধারণ যাত্রী থেকে পথচারী। আর তাতেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ অনেকটাই উদ্বিগ্ন! জেলা জুড়ে যাননিয়ন্ত্রণে জাতীয় সড়ক রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এবার সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করল ট্রাফিক বিভাগ।

advertisement

আরও পড়ুন:  বাজার থেকে নকল মুরগি কিনছেন না তো? কী করে চিনবেন আসল দেশি মুরগি? ঠকার আগে জানুন

রাস্তার ওপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অনেক সময় এই দুর্ঘটনাগুলো রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ সড়ক নিরাপত্তা সম্পর্কে জনগণকে সচেতন করতে সেফড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হিসাবে বিভিন্ন দুর্ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে প্রদর্শন করা শুরু করেছে। পথ নিরাপত্তা বা পথ দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের মনে ভালো সাড়া ফেলেছে। ১০ জানুয়ারি বুধবার সন্ধ্যের সময় নন্দকুমার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নন্দকুমার বাজার এলাকায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রদর্শিত করা হয়। দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সাধারন মানুষ মনে করছেন এবার পথে চলাচলের সময় তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যাবে।

advertisement

View More

আরও পড়ুন: জুতো খুললেই দুর্গন্ধ? লজ্জায় পড়তে হয়? জানুন সহজ কয়েকটি সমাধান! মিনিটে পালাবে!

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি জাতীয় সড়ক, অসংখ্য রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণহানীর সংখ্যাও বেশি। তাই পণ্যবাহী ট্রাকের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেশ কিছু এলাকায় পণ্যবাহী ট্রাক ঢোকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রোড সেফটি বা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হিসাবে দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রদর্শন করার পাশাপাশি একাধিক উদ্যোগ নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: রাস্তায় দুর্ঘটনা কমাতে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করল পুলিশ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল