রাজ্যে সরকারের পক্ষ থেকে পথ নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহারের কথা বলা হলেও অনেকেই হেলমেট পড়তে অনিহা প্রকাশ করেন। তাই এবার পথের বলি আটকাতে হেলমেট বিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের হেলমেট পড়ার আর্জি করতে দেখা গেল স্বামীজীকে। ঠিক সকাল ৯ টা থেকে ১১ টার ভিতরে আপনিও যদি যান মুর্শিদাবাদের বহরমপুর কুলি রাজ্য সড়কের উপর বড়ঞার গোলাহাট মোড়ের হয়ত এই ব্যক্তির সচেতনতার পাঠ দানের ঘটনা চোখে পড়বে আপনারও।
advertisement
আরও পড়ুন: জুতো খুললেই দুর্গন্ধ? লজ্জায় পড়তে হয়? জানুন সহজ কয়েকটি সমাধান! মিনিটে পালাবে!
সাধারণ মানুষের কাছে পাগল বলে পরিচিত এই ব্যক্তির নাম স্বামী নিত্যানন্দ মহারাজ। বাসস্থান মুর্শিদাবাদের কান্দি দোহালিয়া কালীবাড়ির কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। বয়স ৫৭ পেরোলেও প্রতিনিয়ত শহর কান্দি থেকে সাইকেল চড়ে মাধুকরী ও দোহালিয়ার মায়ের পুজোর ফুল সংগ্রহ করাই স্বামী নিত্যানন্দ মহারাজের প্রধান কাজ। আর এই কাজ করতেই করতেই তিনি কোথাও হেলমেট বিহীন বাইক আরোহীকে দেখলেই তাঁকে দাঁড় করিয়ে হেলমেট পড়ে বাইক চালানোর আবেদন করে থাকেন। হাত জোড় করেই আবেদন করছেন মহারাজ। দোহালিয়া রামকৃষ্ণ আশ্রমে তিনি ধ্যান ও নিত্যপুজোর পরেই অনায়াসে সময় বের করেই এই কাজ করে চলেছেন প্রতিনিয়ত। যা দেখে কুর্নিশ জানাচ্ছেন পথচারী মটর বাইক আরোহীররা। অনেকেও আবার ভুরু কুঁচকে চলেও যাচ্ছেন তাঁকে দেখে। যদিও বর্তমানে এই স্বামীজির এই কান্ডে বেশ খুশি সাধারণ মানুষ।
কৌশিক অধিকারী