TRENDING:

Greatest Scienetist: সবংয়ের ভূমিপুত্র, আইআইটি থেকে পড়াশুনো, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারে টানা চতুর্থবার সেরা বিজ্ঞানী

Last Updated:

Greatest Scienetist: এক-দুবার নয়, টানা চারবার বিশ্ব সেরা শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় সবং এর ভূমিপুত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যাবে চিকিৎসা পরিষেবা। আইআইটি প্রাক্তনীর অভিনব আবিষ্কার শুধু দেশ নয়, সারা পৃথিবীর কাছে নজির সৃষ্টি করেছে। ব্যস্ততা এবং আর্থিক টানাপোড়েনের এই যুগে ‘টেলিমেডিসিন’ ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশের বিখ্যাত হাসপাতাল থেকেও যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন, সেই বিষয়েই নিরন্তর নিজের গবেষণা অবাক করেছে সকলকে।
অধ্যাপক চিন্ময় চক্রবর্তী 
অধ্যাপক চিন্ময় চক্রবর্তী 
advertisement

প্রত্যন্ত গ্রামীন এলাকা থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সারা পৃথিবীর ১০ জন শ্রেষ্ঠ মানুষের মধ্যে। উজ্জ্বল করেছে গ্রাম থেকে দেশের নাম। সদ্য প্রকাশিত সেরা বিজ্ঞানীদের তালিকায় এবারও জায়গা করে নিলেন সবং -র ভূমিপুত্র বিশ্বসেরা এই বিজ্ঞানী।

আরও পড়ুন – Siliguri News: বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল সদ্যোজাত কন্যাসন্তান, মা হঠাৎই বাচ্চাকে তুলে নিয়ে ফেলে দিল কুয়োতে…

advertisement

বিশ্বসেরা’ বিজ্ঞানীদের তালিকায় ফের মেদিনীপুরের ছেলে। টানা চার বছর শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখলেন IIT খড়্গপুরের এই প্রাক্তনী। সদ্য প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও (২০২৪) জায়গা করে নিলেন মেদিনীপুরের ‘কৃতী সন্তান’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী। এ নিয়ে টানা চার বছর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ‘ভূমিপুত্র’ তথা আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ‘প্রাক্তনী’ ড. চিন্ময় চক্রবর্তী। গবেষক তথা বিজ্ঞানী চিন্ময়ের কৃতিত্বে গর্বিত গোটা দেশ।

advertisement

View More

প্রসঙ্গত, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজ, উদ্ভাবনী আবিষ্কার এবং গবেষণামূলক বিষয়ের ভিত্তিতে তথা বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স সহ লেখকত্ব সামঞ্জস্য করা ইত্যাদির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)।

আরও পড়ুন – Siliguri News: বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল সদ্যোজাত কন্যাসন্তান, মা হঠাৎই বাচ্চাকে তুলে নিয়ে ফেলে দিল কুয়োতে…

advertisement

২০২১, ২০২২, ২০২৩-র পর এবারও সেই তালিকায় জায়গা পেয়েছেন অধ্যাপক চিন্ময় চক্রবর্তী। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাদামাঠা পরিবারের এই কৃতি সন্তানের কৃতিত্বে গর্বিত সারাদেশ। বর্তমানে ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন সবংয়ের গর্ব চিন্ময়। চলতি বছরের আগস্ট মাসেই তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ‘বেস্ট ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সেই সঙ্গে IEEE India Council’s Student Mentorship প্রোগ্রামের জন্যও নির্বাচিত হয়েছেন। সর্বোপরি, Scholar GPS-র তথ্য অনুযায়ী আলসার ইমেজ এনালাইসিসের জন্য তিনি সারা দেশে তথা বিশ্বে ‘প্রথম’ হয়েছেন। ব্যস্ততা এবং আর্থিক টানাপোড়েনের এই যুগে ‘টেলিমেডিসিন’ ব্যবস্থার মাধ্যমে দেশ-বিদেশের বিখ্যাত হাসপাতাল থেকেও যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন, সেই বিষয়েই নিরন্তর নিজের গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন অধ্যাপক চিন্ময়।

advertisement

স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তিনি আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সে (AI), ইন্টারনেট অফ থিংস-র উপরও কাজ করে চলেছেন। পাশাপাশি, লউসিয়ানা স্টেট ইউনিভার্সিটি আমেরিকা, দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকা, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এবং হোসেই ইউনিভার্সিটি জাপানের নানা গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন ‘মেদিনীপুরের গর্ব’ অধ্যাপক চিন্ময় চক্রবর্তী।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Greatest Scienetist: সবংয়ের ভূমিপুত্র, আইআইটি থেকে পড়াশুনো, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারে টানা চতুর্থবার সেরা বিজ্ঞানী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল