রবিবার বিজেপির কটাক্ষের জবাব দিতে গিয়ে গেরুয়া শিবিরকেই ঝাঁঝালো নিশানা করলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, “রাজ্যের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপির কাছ থেকে শিখতে হবে না, যাদের উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ আছে তাঁদের কথা নিয়ে কিছু বলার নেই।”
advertisement
একইসঙ্গে সায়নী বলেন, “দোষীদের বিরুদ্ধে কড়া মনোভাব প্রশাসন ও মুখ্যমন্ত্রীর, তাঁদের উপর আস্তা রাখতে হবে।” এই প্রসঙ্গে মদন মিত্রের গতকালের মন্তব্য ঘিরে দলের পদক্ষেপ প্রসঙ্গে নাম না করে সায়নী ঘোষ বলেন, “দল কাকে ‘শো কজ’ করবে সেটা দলের অভ্যান্তরীণ বিষয়। তবে দলের সবার গণ্ডি নিয়ে ভাবা উচিৎ।”
হাওড়াতে ২১ জুলাইয়ের সমর্থনে জেলা যুব তৃণমূলের মিছিলে এসে নারী নিরাপত্তা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করার পাশাপাশি দলীয় নেতাদের আলটপকা মন্তব্য করা নিয়েও পরোক্ষে বার্তা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের। হাওড়া ময়দান থেকে পিলখানা পর্যন্ত এক বিশাল মিছিল হয় রবিবার। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ, রাজের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র-সহ একাধিক নেতৃত্ব।