তার পাশাপাশি তাঁদেরকে উৎসাহ দিতেই এমন উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। বিজেপি তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে দুই দল। আর এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আর তিনি বারুইপুরে প্রচারে এসে মোমো তৈরি করলেন।
advertisement
আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!
প্রথমে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর, বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র্যালিও করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
আরও পড়ুন: রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!
র্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাস ও অন্যান্য নেতৃবৃন্দ। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন এর মধ্য দিয়ে প্রচার সারেন। এদিন বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে মোমো তৈরি করেন প্রার্থী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জড়িয়ে ধরে উৎসাহ দেন তিনি।
সুমন সাহা