গত সোমবার বিকেলে বারুইপুরের সাউথ গড়িয়ায় খুন হন বিজেপি কর্মী সৌমিত্র ঘোষাল। চব্বিশ ঘণ্টা পর, বুধবার বিকেলে নিহত বুথ সভাপতির বাড়িতে যান দলের নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। অমিত শাহের রাজ্য সফরের শেষদিনে তাঁকে তেমন ভাবে দেখা যায়নি। বরং সহমর্মিতার বার্তা দিতে, সৌমিত্রর পরিবারের সঙ্গে দেখা করেন রূপা। তারপর থেকে সেখানেই অবস্থানে বসেছেন ওই বিজেপি সাংসদ।
advertisement
বৃহস্পতিবার সৌমিত্র ঘোষালের শ্রাদ্ধানুষ্ঠান পালিত হয়। তাতে যোগ দেন রূপা। দোষীদের গ্রেফতারের দাবিতে, এদিন বারুইপুরে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কয়েকজন কর্মীকে আটকও করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মত, রাজ্য সফরে এসে দলীয় নেতানেত্রীদের কাঠগড়ায় তুলেছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ। তাই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ তুলে আসলে প্রচারের আলো কাড়তে চাইছেন রূপা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2017 4:28 PM IST