এদিন বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ কর্মসূচি নিয়ে বৈঠকের জন্য মেদিনীপুরে যান মহিলা মোর্চার নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ দলীয় কর্মীদের নিয়ে সার্কিট হাউসে বৈঠকের জন্য পৌঁছালে তাঁকে পুলিশ ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷
বাধা পেয়ে ক্ষেপে উঠেন নেত্রী ৷ পুলিশকর্মীদের জানান, শুধুমাত্র মিটিংয়ের জন্যই তারা ভিতরে যেতে যান ৷ উত্তপ্ত বাদানুবাদ থেকে বচসা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সেখানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সচিন মাক্কল ৷ তাঁর হস্তক্ষেপেই মিটে যায় সমস্যা ৷
advertisement
তবে ভিতরে ঢুকেও ফের সমস্যায় পড়তে হয় নেত্রীকে ৷ মিটিংয়ের জন্য সভাকক্ষের দরজা খোলা নিয়ে ফের তৈরি হয় জটিলতা ৷
বামেদের পর বৃহস্পতিবার শক্তি পরীক্ষায় পথে নামছে গেরুয়া শিবির ৷ আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপির লালবাজার অভিযান ৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট চারটি মিছিল করে আগামীকাল লালবাজার যাবে বিজেপি শীর্ষ নেতা সহ কর্মী-সমর্থকরা ৷
বামেদের নবান্ন অভিযান ঘিরে যথেষ্ট অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিজেপির মিছিল ঘিরেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছে রাজনৈতিক মহল ৷