TRENDING:

Running Lorry Fire : টায়ার ফেটে মাঝরাস্তায় চরম বিপত্তি, দাঁড়িয়ে গেল শয়ে শয়ে গাড়ি! চলন্ত লরিতে আচমকা আগুন

Last Updated:

Running Lorry Fire : চলন্ত অবস্থায় পাথর বোঝাই লরিতে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুরের লায়েকবাজার এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: চলন্ত অবস্থায় পাথর বোঝাই লরিতে হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের বোলপুরের লায়েকবাজার এলাকায়। এইদিন দুপুর দিকে হঠাৎ এই ঘটনাটি ঘটেছে। আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে ব্যস্ত বাইপাস সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
চলন্ত লরিতে আগুন
চলন্ত লরিতে আগুন
advertisement

তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বোলপুর থানার পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, লায়েকবাজার বাইপাস ধরে বোলপুর থেকে পালিতপুর অভিমুখে যাচ্ছিল পাথর বোঝাই লরিটি। হঠাৎ করেই গাড়িটির সামনের দিকে টায়ার ব্লাস্ট করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

আরও পড়ুন : ‘চারচাকা’ স্কুটি নিয়ে কাঁপিয়ে দিচ্ছেন এলাকা! এই বাজারে ব্যবসা টিকিয়ে রাখার টেকনিকটা দেখে রাখুন

advertisement

আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা। এলাকায় দেখা দেয় চাঞ্চল্য ও আতঙ্ক। এই বাইপাস রাস্তাটি বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদ এই তিন জেলার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম যোগাযোগ পথ হওয়ায় ঘটনাটির প্রভাব পড়ে বড় আকারে। কয়েক মিনিটের মধ্যেই রাস্তায় বিরাট যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ক্ষুদিরাম বসুর অস্ত্রগুরু, বোমা তৈরির মাস্টার! বিপ্লবী হেমচন্দ্রের আরও এক পরিচয় ছিল জানেন?
আরও দেখুন

একইসঙ্গে বোলপুর থানার পুলিশও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল বন্ধ করা হয় নিরাপত্তার খাতিরে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, টায়ার ফেটে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে ঘটনাটির সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। সৌভাগ্যবশত কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Running Lorry Fire : টায়ার ফেটে মাঝরাস্তায় চরম বিপত্তি, দাঁড়িয়ে গেল শয়ে শয়ে গাড়ি! চলন্ত লরিতে আচমকা আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল