এরই মাঝে বিশেষ অভিযান চালিয়ে পুরুলিয়া টাউন থানার পুলিশ বেআইনি কয়লা বোঝায় দুটি গাড়িকে আটক করল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দু-জনকে। দুটি লরিতে মোট ৪২ টন বেআইনি কয়লা ছিল। যার যথাযথ কোন বৈধ নথি ছিল না বলে জানা গিয়েছে। ধৃতদের মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বর্ধমানের বরাবরনি থানা এলাকার বাসিন্দা মোঃফিরোজ আনসারী ও বিহারের গোপালগঞ্জের বাসিন্দা রমেশ কুমার যাদব। তারা দুজনেই গাড়ির চালক।
advertisement
আরও পড়ুনঃ পেলের শেষ যাত্রায় অনুপস্থিত, তীব্র ভর্ৎসনার শিকার নেইমার-কাকা-রোনাল্ডোরা
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। কয়লা পাচার রুখতে রাজ্যজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ- প্রশাসন। শুরু হয়েছে ধরপাকড়। কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে বহু গণ্যমান্য ব্যক্তিদের। তাই কোন ভাবেই কয়লা পাচার চক্রেরকে মাথা তুলে দাঁড়াতে দিতে চান না পুলিশ প্রশাসন। বিশেষত ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্ত গুলিতে থাকে কড়া পুলিশি নজরদারি। আগামী দিনেও এইভাবে অভিযান চালিয়ে কয়লা পাচার চক্র বন্ধ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Sarmistha Banerjee