গত সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টার মধ্যে দুই বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়েছিল। অবশ্য ওই দুই বাঘিনীর বয়স হয়েছিল। এই বাঘিনীটি নন্দনকানন থেকে আনা হয়েছিল গত বছর। ২ বছর ১০ মাসের বাঘিনীর মৃত্যুতে আলিপুর চিড়িয়াখানায় হলুদ-কালো বাঘেদের সংখ্যা কমে দাঁড়ায় তিনে। এর মধ্যে বাঘিনী রইল মাত্র একটি। নন্দনকানন থেকে একে আনা হয়েছিল আলিপুরে প্রজননের জন্য।
advertisement
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিন বছর পূর্ণ হত ত্রুপ্তির। এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে চার-পাঁচ দিন রোগে ভোগার পর তার মৃত্যু হয়। সূত্রের খবর, এই বাঘিনী হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইটে আক্রান্ত ছিল। হাসপাতালে চিকিৎসা চলছিল। বুধবার ভোররাতে হাসপাতালে মৃত্যু হয় তার। বাঘিনীটির ময়নাতদন্ত হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাকে।
