ভিডিওতে দেখা গিয়েছে, তাঁদের ভুটভুটিকে দেখে বাঘটি চলে আসে ভুটভুটির একেবারে গায়ে। আশপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর জঙ্গলে ফিরে যায়। এই গোটা ঘটনা ক্যামেরা বন্দি করেন পর্যটকরা। রয়্যাল বেঙ্গল টাইগারের এমন লোভনীয় দর্শন সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল হয়েছে (Royal Bengal Tiger Video)। সুন্দরবনে গিয়ে এমন রাজকীয় দর্শন খুব কম মানুষেরই মেলে।
advertisement
আরও পড়ুন: জঙ্গলে ছাড়া হল কুলতলিতে ধরা পড়া বাঘকে, দেখুন ভিডিও
যদিও প্রথমে বাঘটিকে এতটা কাছে দেখতে পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। পরে অবশ্য বাঘটিই ধীরে ধীরে লঞ্চের নীচ দিয়ে অন্যদিকে চলে যায়। প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপাড়ের জঙ্গেলে মিশে যায়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। তার দেখা পাওয়ায় আনন্দে মেতে ওঠেন তাঁরা।
আরও পড়ুন: সুস্থই রয়েছে কুলতলির রয়্যাল বেঙ্গল, জঙ্গলে ফিরিয়ে দিল বন দফতর
চলতি শীতের ছুটিতে সুন্দরবনে প্রায় প্রতি সপ্তাহেই বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। তবে প্রতি ক্ষেত্রেই নৌকা থেকে বাঘের দূরত্ব ছিল বেশ অনেকটা। বাঘ একেবারে পর্যটকদের লঞ্চের গা ঘেঁষে এতটা কাছে এসে পড়ার ঘটনা এর আগে ঘটেনি। এদিন বাঘটি যত কাছে চলে এসেছিল তাতে যে কোনও সময় হামলা চালাতেও পারত বলে মত বিশেষজ্ঞদের। তবে এমন কোনও খারাপ ঘটনা ঘটেনি সুন্দরবনে এদিন। আর কথায় বলে, যার শেষ ভালো, তার সব ভালো।
রিপোর্টার-- Anup Biswas