Kultali Royal Bengal Tiger: জঙ্গলে ছাড়া হল কুলতলিতে ধরা পড়া বাঘকে, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 10:19:34 AM IST Dec 29, 2021

ধরা পড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগারকে গভীর জঙ্গলে ছেড়ে দিল বন দফতর৷ এ দিন সকালেই বাঘটিকে (Royal Bengal Tiger) সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জের ধুলিভাসানিয়া ৪-এর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ প্রায় ছ' দিন ধরে চেষ্টা করার পর গতকাল, মঙ্গলবার সকালে কুলতলির লোকালয় ঘেঁষা জঙ্গল থেকে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরে বন দফতর৷

লেটেস্ট ভিডিও