মূলত শীতকালে বেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। অনেকে সুন্দরবনে আসলেও বাঘের দেখা পাননা। তবে এবার শীতের শুরুতে বাঘের দেখা মেলায় পর্যটকরা খুবই খুশি। চুলকাঠি ওয়াচ টাওয়ারের কাছে বাঘটিকে দেখতে পাওয়ার পরই ক্যামেরাবন্দি করেছেন ওই কর্মী। ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বনের মধ্যে দেখা যায় বাঘটিকে রোদ পোহাতে।তারপর গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে অলসভাবে কিছু শারীরিক কসরত করে বনের মধ্যে চলে যায়।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে ভুলেও এই দিক থেকে প্রদীপ জ্বালাবেন না! সংসার ঘিরে ধরবে অভাব-অশান্তি
এমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। তাই যে গুটিকয়েক পর্যটক ছিলেন তাঁরা এ দিনের এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। পাথরপ্রতিমার এল প্লটের শ্রীধরনগরে লোকালয়ে এসে পড়া বাঘটি ফের জঙ্গলে চলে গিয়েছে। বন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবুও বাঘ যাতে আর লোকালয়ে না আসে তার জন্য লোকালয় সংলগ্ন জঙ্গলে জাল দিয়ে ঘেরা হয়েছে।
গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখেছেন। এই ঘটনার পর সতর্ক রয়েছেন গ্রামবাসীরা। এ বছর শীতের শুরুতেই বাঘের মেলায় গোটা শীতকাল জুড়েই পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে যে নিরাশ হবেন না, তা বলছেন স্থানীয়দের অনেকেই।
নবাব মল্লিক





