TRENDING:

West Bardhaman News: পরিত‍্যক্ত কুয়ো থেকে আসছে পচা দুর্গন্ধ, চোখ পড়তেই হাড়হিম! জলে ভাসছে...দুর্গাপুরে শিউরে ওঠা ঘটনা! ঘটনার শুরু ১৫ দিন আগে, বড় রহস‍্য

Last Updated:

West Bardhaman News: ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, অবশেষে যা ঘটল তাতে রহস্যের দানা বাঁধছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: এলাকার পরিত্যক্ত কুয়োর দিকে নজর পড়তেই হাড়হিম করা দৃশ্য।তৎক্ষনাৎ খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুরের খনি অঞ্চলে এমন চাঞ্চল্যকর ঘটনায় রহস্যের দানা বাঁধছে। বাড়ি থেকে গয়নাগাটি ও নগদ টাকা নিয়ে ১৫ দিন আগে উধাও হয়ে গিয়েছিলেন গৃহবধূ। রবিবার সকালে খনি অঞ্চলের পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ থাকা ওই গৃহবধূর মৃতদেহ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষ্ণপুর এলাকা
দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষ্ণপুর এলাকা
advertisement

নিঁখোজ থাকার ১৫ দিন পর পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই রহস্যের দানা বেঁধেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর – ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকার বাসিন্দা গৃহবধূ আলেয়া বিবি (৩৮)। ওই গ্রামেই তাঁর বাপের বাড়ি। চলতি মাসের ১৬ ই আগষ্ট থেকে তিনি হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান।

advertisement

আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম

পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি শুরু করেন। আলেয়া বিবি কয়েকদিন বেপাত্তা থাকায় তাঁর পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। ফরিদপুর থানার পুলিশের কাছে আলেয়া বিবি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর সন্ধান করতে শুরু করে। গত ১৫ দিনেও কোনও খোঁজ মেলেনি তাঁর। চিন্তিত ছিলেন নিখোঁজের পরিবারের লোকজন।

advertisement

View More

রাঙ্গামাটি গ্রাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গৌরবাজার গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামের পেটো থান কালীমন্দির সংলগ্ন কুয়োতে এদিন ওই মহিলার মৃতদেহ নজরে পড়ে এলাকাবাসীর। শ্রীকৃষ্ণপুরের কয়েকজন বাসিন্দা ঝোপঝাড়ে ঘেরা একটি কুয়ো থেকে দুর্গন্ধ পান। সন্দেহ হলে কুয়োর জলে দেখেন মহিলার পচাগলা মৃতদেহ ভেসে রয়েছে। এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে।

advertisement

আরও পড়ুন: ‘ড্রাগন আর হাতি…’, মোদিকে এ কী বললেন শি জিনপিং! যা বোঝানোর, বুঝিয়ে দিলেন এক লাইনেই! শেষমেশ ‘জয়ী’ ভারতই

মৃতা আলেয়া বিবির স্বামী সেখ গিয়াসউদ্দিন জানান, ওই দিন আলেয়া বাড়ি থেকে সোনার গয়না ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ পাওয়া যায়নি। পুলিশে অভিযোগ দায়ের করেছিলাম। আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অণ্ডাল)  পিন্টু সাহা বলেন, পরিবারের লোকজন মিসিং ডায়রি করেছিলেন। পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: পরিত‍্যক্ত কুয়ো থেকে আসছে পচা দুর্গন্ধ, চোখ পড়তেই হাড়হিম! জলে ভাসছে...দুর্গাপুরে শিউরে ওঠা ঘটনা! ঘটনার শুরু ১৫ দিন আগে, বড় রহস‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল