বসিরহাট মহকুমার অন্তর্গত দশটি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে বেগুন, ঝিঙে, কাঁকরোল, পটল, পেঁপে, কাঁচকলা-সহ বিভিন্ন সবজি এবং ফসলের চাষ করেছিলেন কৃষকরা। ফলনও হয়েছিল ভালই, লাভের স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু আশায় জল ঢেলে দিয়েছে লাগাতার বৃষ্টি। মাঠে দাঁড়িয়ে থাকা ফসলের গোড়ায় জল জমে পচন ধরেছে, ফলে ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যাচ্ছে।
advertisement
সীমান্ত অঞ্চল থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত এলাকায় টানা বর্ষণের কারণে কৃষকরা তাজা ফসল ঘরে তুলতে পারছেন না। অনেক ক্ষেত্রেই মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আর যেটুকু সবজি কোনওমতে বাজারে তোলা যাচ্ছে, তার দাম আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় সবজির দাম নাগালের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষের।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
টানা বৃষ্টির কারণে সবজিগাছের গোড়ায় জল দাঁড়িয়ে গিয়ে পচন দেখা দেওয়ায় কৃষকরা এখন মহা বিপদে পড়েছেন। একদিকে ফসল নষ্ট হওয়ার ক্ষতি, অন্যদিকে বীজ, সার, কীটনাশকের খরচ—সব মিলিয়ে আর্থিক দিক থেকেও বিপাকে পড়েছেন তারা। এখন কবে বর্ষণ থামবে এবং কবে মাটি শুকাবে, সেই আশাতেই দিন গুনছেন চাষিরা।
জুলফিকার মোল্যা