South 24 Parganas News: সুন্দরবনে এবার চালু হবে "রোল অন, রোল অফ সার্ভিস বা রোরো সার্ভিস। সেতুর উপর গাড়ির চাপ কমাতে ও জলপথে পরিবহনে বিশেষ গুরুত্ব দিতে এই রোরো সার্ভিস চালু করছে রাজ্য সরকার।
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে এবার চালু হবে “রোল অন, রোল অফ সার্ভিস বা রোরো সার্ভিস। সেতুর উপর গাড়ির চাপ কমাতে ও জলপথে পরিবহনে বিশেষ গুরুত্ব দিতে এই রোরো সার্ভিস চালু করছে রাজ্য সরকার। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলিতে এর ফলে সুবিধা হবে।
রোরো জেটির কাজ খতিয়ে দেখছেন পরিবহন মন্ত্রী
advertisement
নতুন সেতু তৈরি না করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে তৈরি হবে রোরো জেটি। ফলে দ্বীপাঞ্চলে যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে।এই রোরো সার্ভিসের মাধ্যমে বড় গাড়ি, অ্যাম্বুলেন্স দ্বীপে পৌঁছে যাবে সহজেই। সেই সঙ্গে সাধারণ পর্যটক যাঁরা এই সব দ্বীপগুলিতে যেতে চান গাড়ি নিয়ে তাঁদেরও সুবিধা হবে।
জেটির সঙ্গে রোরো ভেসেলও দেওয়া হবে। সেই সঙ্গেই ওয়েটিং রুম, টয়লেটের ব্যবস্থাও থাকবে। সম্প্রতি এই বিষয়টির কাজ কেমন চলছে তা খতিয়ে দেখেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।পাথরপ্রতিমাতে রোরো সার্ভিস, রোরো জেটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে।
গোসাবাতেও চলছে এই কাজ। এই রোরো সার্ভিস চালু হলে মূল ভূখণ্ড থেকে বড় গাড়িকে সহজেই ওই দ্বীপগুলিতে নিয়ে যাওয়া সম্ভব হবে।
দ্বীপগুলিতে যোগাযোগ ব্যবস্থা ভাল হলে সেখানে আরও বেশি করে পর্যটকরা যাবেন। এতে দ্বীপগুলি আর্থ সামাজিক দিক থেকে আরও উন্নত হবে। ফলে সুবিধা পাবেন দ্বীপাঞ্চলের মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷