অভিযোগ, আচমকা একটি বাইকে চেপে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সঞ্জিতবাবুর পথ আটকায়। পিস্তল দেখিয়ে তাঁকে হুমকি দেয় এবং স্কুটির ডিকি খুলে সোনা লুঠ করে নেয়। বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরও করা হয় বলে জানা গিয়েছে। এরপর দুষ্কৃতীরা সোনার বার নিয়ে চম্পট দেয়।
আরও পড়ুনঃ কোথায় ভোটার লিস্ট? কোথায় নাম? এসআইআর শুরু হওয়ার আগেই এমন কাণ্ড! গুমা জুড়ে আতঙ্ক, কী হবে এবার?
advertisement
পুলিশ সূত্রে খবর, সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে ঘটনাটি ঘটে। সেখানেই সঞ্জিতবাবুর একটি স্বর্ণশিল্পের ওয়ার্কশপ রয়েছে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে তিনি সিঁথিতেই থাকেন। গয়না তৈরির উদ্দেশে তিনি বড়বাজারে গিয়ে প্রায় ৩ কোটি টাকার সোনা কিনেছিলেন। ফেরার পথে ঘটে এই লুঠের ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তদন্তে নেমে ঘটনাস্থল সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশিও চলছে। এই ঘটনার পর ফের রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।







