TRENDING:

Robbery: রাতের কলকাতায় দুষ্কৃতীদের তাণ্ডব! স্বর্ণ ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ কোটির সোনা লুঠ, বাধা দেওয়ায় জুটল মার

Last Updated:

Robbery: অভিযোগ, আচমকা একটি বাইকে চেপে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকায়। পিস্তল দেখিয়ে তাঁকে হুমকি দেয় এবং স্কুটির ডিকি খুলে সোনা লুট করে নেয়। স্কুটির ডিকিতে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার সোনা ছিল বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ রাতের কলকাতায় দুঃসাহসিক সোনা লুঠের ঘটনায় তোলপাড় সিঁথি এলাকা। বড়বাজার থেকে নিজের স্কুটারে করে বাড়ি ফিরছিলেন সিঁথির স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতকুমার দাস। সেই স্কুটির ডিকিতে ছিল প্রায় দু’কেজি ৩৮০ গ্রাম সোনার বার, যার বাজারমূল্য প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। তবে ফিরতি পথে ঠিক ওয়ার্কশপে ঢোকার মুখেই ঘটে বিপত্তি।
সিথি থানা
সিথি থানা
advertisement

অভিযোগ, আচমকা একটি বাইকে চেপে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সঞ্জিতবাবুর পথ আটকায়। পিস্তল দেখিয়ে তাঁকে হুমকি দেয় এবং স্কুটির ডিকি খুলে সোনা লুঠ করে নেয়। বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধরও করা হয় বলে জানা গিয়েছে। এরপর দুষ্কৃতীরা সোনার বার নিয়ে চম্পট দেয়।

আরও পড়ুনঃ কোথায় ভোটার লিস্ট? কোথায় নাম? এসআইআর শুরু হওয়ার আগেই এমন কাণ্ড! গুমা জুড়ে আতঙ্ক, কী হবে এবার?

advertisement

পুলিশ সূত্রে খবর, সিঁথি এলাকার রাজা অপূর্ব কৃষ্ণ লেনে ঘটনাটি ঘটে। সেখানেই সঞ্জিতবাবুর একটি স্বর্ণশিল্পের ওয়ার্কশপ রয়েছে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও বর্তমানে তিনি সিঁথিতেই থাকেন। গয়না তৈরির উদ্দেশে তিনি বড়বাজারে গিয়ে প্রায় ৩ কোটি টাকার সোনা কিনেছিলেন। ফেরার পথে ঘটে এই লুঠের ঘটনা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ড্রাগন ফল কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! অঢেল আয়, 'ড্রাগন' বিক্রি করেই বড়োলোক
আরও দেখুন

ইতিমধ্যেই সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তদন্তে নেমে ঘটনাস্থল সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশিও চলছে। এই ঘটনার পর ফের রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Robbery: রাতের কলকাতায় দুষ্কৃতীদের তাণ্ডব! স্বর্ণ ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে প্রায় ৩ কোটির সোনা লুঠ, বাধা দেওয়ায় জুটল মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল